Nothing Phone 3a সিরিজের পরেই CMF Phone 2 লঞ্চ হতে পারে, জল্পনা বাড়াল BIS

নাথিং বর্তমানে তাদের Nothing Phone 3a সিরিজ লঞ্চের তোড়জোড় করছে, যা মার্চের প্রথমেই মুক্তি পাচ্ছে। আবার এর মধ্যেই সংস্থার সাব-ব্র্যান্ড CMF এর একটি স্মার্টফোনকে ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। এটি এন্ট্রি লেভেল CMF Phone 2 বলে অনুমান করা হচ্ছে। পূর্বসূরী CMF Phone 1 গত বছরের জুলাইতে প্রকাশ হয়েছিল। আপগ্রেড মডেলটি এই বছর তার আগেই লঞ্চ হতে পারে।

READ MORE:  কেবল ১০৯৯৯ টাকায় Oppo-র দুর্দান্ত ফোন, পড়ে গেলেও ভাঙ্গবে না এবং জলে পড়লেও নষ্ট হবে না

CMF Phone 2 দেখা গেল ভারতের BIS প্ল্যাটফর্মে

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, BIS ওয়েবসাইটে A001 মডেল নম্বর সহ CMF Phone 2 দেখা গিয়েছে। বলা বাহুল্য, সেখান থেকে কোনও স্পেসিফিকেশন সামনে আসেনি। শুধুমাত্র ভারতের বাজারে লঞ্চ হবে বলে নিশ্চিত করা গিয়েছে। CMF Phone 1 গত বছর ১৫,৯৯৯ টাকায় এসেছিল। তবে উত্তরসূরীর দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

READ MORE:  Honor Magic V4 Thinnest Foldable: দুনিয়ার সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন আনছে এই ব্র্যান্ড, থাকবে 200MP ক্যামেরা | Honor Magic V4 200MP Telephoto Camera

CMF Phone 2 স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কোম্পানি মুখ না খুললেও বিভিন্ন সূত্র স্মার্টফোনটি কোয়ালকমের Snapdragon 7s Gen 3 প্রসেসরে চলবে বলে ইঙ্গিত দিয়েছে। যদিও আমরা এই দাবির সত্যতা যাচাই করিনি। যদি খবর সত্যি হয়, CMF Phone 1 মডেলে ব্যবহৃত মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেটের তুলনায় CMG Phone 2 কিছুটা দ্রুত জিপিইউ এবং নতুন সিপিইউ আর্কিটেকচার অফার করতে পারে।

READ MORE:  Realme Narzo 70 Turbo 5G Price: ১৫ হাজার টাকার মধ্যে সবচেয়ে দ্রুত স্মার্টফোন, Realme Narzo 70 Turbo 5G আজ বাম্পার ছাড়ে কেনার সুযোগ | Realme Narzo 70 Turbo 5G Discount

জানিয়ে রাখি, আগামী মাসে লঞ্চ হতে চলা আসন্ন Nothing Phone 3a সিরিজে Snapdragon 7s Gen 3 প্রসেসর থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, একটি ইউটিউব ভিডিয়োর কথোপকথনে, সিএমএফ ডিজাইনার লুসি বার্লি জানিয়েছিলেন, পরবর্তী নাথিং ফোনটি এপ্রিল মাসে বাজারে আসতে পারে। সেখানে CMF Phone 2 এর দিকে ইঙ্গিত করা হয়েছে বলে ইন্টারনেটে জল্পনা ছড়িয়েছিল।

Scroll to Top