NPCIL Trainee Recruitment 2025: মোটা বেতনে NPCIL-এ পরীক্ষা ছাড়াই প্রচুর ট্রেইনি নিয়োগ | Nuclear Power Corporation Of India Job
সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য আবারো দারুণ সুখবর। সম্প্রতি দেশের পরমাণু শক্তি উৎপাদনে ভূমিকা রাখা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCIL) সংস্থার তরফ থেকে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। যদি আপনি ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক হয়ে থাকেন, তাহলে এই নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। শুধু তাই নয়, এই পদগুলিতে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। এমনকি এখানে কোন পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে।
কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কত প্রয়োজন, কত টাকা বেতন দেওয়া হবে, কীভাবে আবেদন করবেন, কীভাবে নিয়োগ করা হবে, ইত্যাদি তথ্য পেতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ করা হবে। শূন্যপদ থাকছে মোট ৪০০টি। তবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োগ করা হচ্ছে। যেমন মেকানিক্যাল শাখায় ১৫০টি, কেমিক্যাল শাখায় ৬০টি, ইলেকট্রিক্যাল শাখায় ৮০টি, ইলেকট্রনিক্স শাখায় ৪৫টি, সিভিল শাখায় ৪৫টি, এরকম বিভিন্ন শাখায় বিভিন্ন শূন্যপদ রয়েছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদগুলিতে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীকে BE / B.Tech / B.Sc (Engg.) ডিগ্রি অর্জন করে থাকতে হবে। এছাড়া Aggregate-এ কমপক্ষে ৬০% নাম্বার থাকতে হবে এবং অবশ্যই প্রার্থীকে GATE 2023 / 2024 / 2025 উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এই পদগুলিতে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত। তবে জানিয়ে রাখি, সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবে।
আগেই বলা হয়েছে, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। যেমনটা জানানো হয়েছে, ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৭৪,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। তবে চাকরিতে যোগদানের পর পদ অনুযায়ী বেতন দেওয়া হবে। প্রাথমিক বেতন হবে ৫৬,১০০/- টাকা প্রতি মাসে।
যে সকল চাকরিপ্রার্থীরা এই পদে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিন্মলিখিত ধাপগুলি অনুসরণ করুন-
১) প্রথমে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
২) একবার নির্ধারিত আবেদন ফর্মটি খুঁজে বার করুন।
৩) এরপর “Apply Online” অপশনে ক্লিক করুন।
৪) এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৫) একবার নিজের ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার তথ্য পূরণ করুন।
৬) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।
৭) এরপর অনলাইনে আবেদন ফি জমা দিন।
৮) সমস্ত তথ্য যাচাই করে ফাইনাল সাবমিট করুন এবং প্রিন্ট আউট রেখে দিন।
তবে জানিয়ে রাখি, এখানে General / OBC / EWS প্রার্থীদের আবেদন করতে হলে ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। কিন্তু SC / ST / PwBD / মহিলা প্রার্থীদের কোনরকম আবেদন ফি লাগবে না।
যে সকল চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে আবেদন শুরু হয়েছে ১০ই এপ্রিল, ২০২৫ থেকে এবং অনলাইনে আবেদন চলবে আগামী ৩০শে এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।
এই নিয়োগের আওতায় কোন রকম লিখিত পরীক্ষা হবে না। শুধুমাত্র GATE স্কোর এবং ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করা হবে। তাই সরকারি চাকরিতে যোগদান দেওয়ার জন্য এটি হতে চলেছে সুবর্ণ সুযোগ।
অফিসিয়াল ওয়েবসাইট- NPCIL Official Website
অফিসিয়াল নোটিশ- NPCIL Official Notification
India Hood এর তরফ থেকে আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। তাই প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে অবশ্যই গুগল করুন Indiahood Job। পাশাপাশি ফলো করেন India Hood Bangla কে।
প্রীতি পোদ্দার, কলকাতা: অনেক মাস আগেই রাজ্য সরকারের তরফে পুণ্যার্থীদের জন্য দক্ষিণেশ্বরে স্কাইওয়াক তৈরি করা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষে পা দিতেই নতুন চমক ইস্টবেঙ্গলে(East Bengal)! পুরনো বাংলা বছরের স্মৃতি…
ভিভো শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন বাজারে আনছে। কোম্পানিটি নিশ্চিত করেছে আগামী ২২ এপ্রিল দুপুর ১২টায়…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পথ চলাটা শুরু হয়েছিল গুটি গুটি পায়ে। 2022 সালের India Hood এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলা নববর্ষের সন্ধ্যায় প্রীতির পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামবে শাহরুখ খানের কলকাতা নাইট…
স্যামসাং তাদের প্রিমিয়াম স্মার্টফোনের উপর বাংলা নববর্ষের অফার ঘোষণা করল। এই অফারে সংস্থার প্রিমিয়াম ফোন…
This website uses cookies.