Categories: চাকরি

NSL Recruitment 2025: NSL-এ বিরাট ভ্যাকেন্সি, শুরুতেই মিলবে ৬০ হাজার বেতন! জারি নিয়োগের বিজ্ঞপ্তি | Vacancy In NSL

সৌভিক মুখার্জী, কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। ভারতের অন্যতম বৃহত্তম ইস্পাত সংস্থা NMDC Steel Limited (NSL) এর তরফ থেকে বিভিন্ন বিভাগে ম্যানেজার পর্যায়ের বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এই পদে চাকরি পেলে শুরুতেই দেওয়া হবে মোটা অঙ্কের বেতন। ভারতীয় নাগরিক হলে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবে।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কোন পদের জন্য কয়টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কত লাগবে, বেতন কাঠামো কত, কীভাবে নিয়োগ করা হবে, আবেদন কীভাবে করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত তথ্য জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। 

পদ এবং শূন্যপদের বিবরণ | NSL Recruitment 2025 |

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার ইত্যাদি পদে নিয়োগ করা হবে। শূন্যপদের দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে মোট ২৪৬টি শূন্যপদ পাওয়া যাচ্ছে। যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ১১টি, ডেপুটি ম্যানেজার পদে ৩৪টি, ম্যানেজার পদে ৭৬টি, সিনিয়র ম্যানেজার পদে ৪৮টি এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে ৪৮টি শূন্যপদ রয়েছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে, এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি বিভিন্ন পদের জন্য বিভিন্ন রকম অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদন করার জন্য ২ বছরের অভিজ্ঞতা লাগবে, ডেপুটি ম্যানেজার পদে আবেদন করার জন্য ৪ বছরের অভিজ্ঞতা লাগবে, ম্যানেজার পদে আবেদন করার জন্য ৭ বছরের অভিজ্ঞতা লাগবে, সিনিয়র ম্যানেজার পদে আবেদন করার জন্য ১০ বছরের অভিজ্ঞতা লাগবে।

বয়স সীমা কত চাওয়া হয়েছে?

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে বেশিরভাগ পদেই আবেদন করার জন্য সর্বোচ্চ বয়স সীমা লাগবে ৪৫ বছর। তবে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে যদি কেউ আবেদন করতে চায়, তাহলে তাকে ৫২ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে।

বেতন কাঠামো

আগেই বলা হয়েছে, এই পদগুলিতে চাকরি পেলে শুরুতেই মোটা অঙ্কের বেতন দেওয়া হবে। যেমনটা জানা যাচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৬০,০০০/- টাকা থেকে ১,৮০,০০০/- টাকা বেতন দেওয়া হবে, ডেপুটি ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৭০,০০০/- টাকা থেকে ২,০০,০০০/- টাকা বেতন দেওয়া হবে, ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৮০,০০০/- টাকা থেকে ২,২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে, সিনিয়র ম্যানেজার পদে চাকরি পেলে প্রতি মাসে ৯০,০০০/- টাকা থেকে ২,৪০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন?

যে সমস্ত চাকরিপ্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে চান তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন-

১) প্রথমে NSL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান।

২) এরপর নির্ধারিত আবেদন পত্রটি খুঁজে বার করুন 

৩) তবে যদি নতুন আবেদনকারী হন অবশ্যই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন 

৪) এরপর নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করুন 

৫) এরপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলি স্ক্যান করে আপলোড করুন।

৬) এরপর নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।

৭) সবশেষে আবেদন সাবমিট করুন এবং কনফার্মেশন কপি ডাউনলোড করুন। 

জানিয়ে রাখি, এখানে সাধারণ এবং OBC প্রার্থীদের জন্য ৫০০/- টাকা আবেদন দিতে হবে। তবে SC, ST, PwBD, EWS প্রার্থীদের কোনো রকম আবেদন ফি লাগবে না।

গুরুত্বপূর্ণ তারিখ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে, এখানে আবেদন শুরু হয়ে গেছে ১৮ই মার্চ, ২০২৫ তারিখ থেকে এবং আবেদন চলবে ৭ই এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত। তাই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সেরে নেওয়াই ভালো।

নিয়োগ কীভাবে করা হবে?

এখানে চাকরি পাওয়ার সব থেকে বড় সুবিধা হল, এখানে কোন রকম লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে না। যেমনটা জানা যাচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমেই প্রার্থীদের নিয়োগ করা হবে। 

অফিসিয়াল ওয়েবসাইট- NSL Official Website

অফিসিয়াল নোটিশ- NSL Official Notification

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

Best IPL XI: IPL-র সর্বকালের সেরা একাদশ বাছলেন মঈন আলি, দলে KKR-এর মাত্র একজন! দেখুন লিস্ট | Best IPL Playing XI Of Moeen Ali

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সফল ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ (Best IPL XI) ঘোষণা…

23 minutes ago

বাজারের সেরা ক্যামেরা ফোন হবে Sony Xperia 1 VII? আসছে নতুন টেলিফটো ক্যামেরা সহ

সম্প্রতি Sony Xperia 1 VII ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছিল। যেখান থেকে স্পষ্ট যে আসন্ন…

35 minutes ago

হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগের তোরজোড় রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষকের অভাবে স্কুলে ছাত্ররা ভর্তি হতে পারছে না! ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের…

52 minutes ago

Oppo Find X8s & Find X8s Plus: ১৬ জিবি পর্যন্ত র‌্যাম সহ আসছে Oppo Find X8s ও Find X8s Plus, লঞ্চের আগে ফাঁস স্পেসিফিকেশন | Oppo Find X8s & Find X8s Plus Launch Date

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে Oppo Find X8s ও Find X8s Plus এর প্রি-অর্ডার। শীঘ্রই ডিভাইস…

1 hour ago

UCO Bank Share: LIC, SBI-র কাছে শেয়ার বিক্রি করে ২০০০ কোটি জোটাল UCO ব্যাঙ্ক | UCO Bank Sell Their STock

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম সরকারি মালিকাধীন UCO ব্যাংক তাদের Qualified Institutional Placement (QIP) প্রক্রিয়ার…

1 hour ago

Google Pixel 7: ২৬ হাজার টাকা ডিসকাউন্ট, বিশ্বের সেরা ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Google Pixel 7 অবিশ্বাস্য দামে | Google Pixel 7 Discount Offer

আপনি যদি Google Pixel ফোন কিনতে চান কিন্তু দামের কারণে পিছিয়ে আসেন, তাহলে আজ আমরা…

2 hours ago

This website uses cookies.