লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Nubia Z70S Ultra 50x Telephoto Camera: থাকবে দুর্ধর্ষ ক্যামেরা, মোবাইল ফটোগ্রাফির নতুন যুগের সূচনা করবে Nubia Z70S Ultra Photographer Edition | Nubia Z70S Ultra Photographer Edition Launch Date 28 April

Published on:

নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition লঞ্চ করতে চলেছে। এই লিমিটেড এডিশন মূলত পেশাদার ফটোগ্রাফার ও মোবাইল ফটোগ্রাফি প্রেমীদের জন্য আনা হচ্ছে। নুবিয়ার তরফে ডিভাইসটির বিশেষ বিশেষ ফিচার ইতিমধ্যেই সামনে আনা হয়েছে। আসুন Nubia Z70S Ultra Photographer Edition সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে দেখে নেওয়া যাক।

READ MORE:  OnePlus Nord CE4 Lite 5G Price: মাসে মাত্র ৮৭৩ টাকা দিয়ে OnePlus Nord CE4 Lite 5G ফোন, সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার | Best Smartphone Under 20000 Rupees

আসন্ন নুবিয়া ফোনের সবচেয়ে আকর্ষণীয় দিক হবে এর ইমেজিং কিট। চলতি মাসের শুরুতে ফোনটির ইমেজিং কিটের ছবি অনলাইনে ফাঁস হয়। জানা গেছে, এতে থাকবে ৪০০ মিমি টেলিফোটো লেন্স, ক্যামেরার মতো অপারেটিং কনসোল, শাটার বাটন, ডায়াল, এবং এক্সপ্যান্ডেবল অপটিক্যাল কিট। মোবাইল ফটোগ্রাফিকে আরও পেশাদার করতে এতে সহজেই বাইরের লেন্স যুক্ত করা যাবে।

READ MORE:  iQOO Z9x 5G Discount: ১০ হাজার টাকায় কেনার সুযোগ এই জনপ্রিয় ৫০ মেগাপিক্সেল ক্যামেরার 5G স্মার্টফোন | Best Smartphone Under 12000 Rupees

নুবিয়া আরও জানিয়েছে, Nubia Z70S Ultra Photographer Edition-এ থাকবে পঞ্চম প্রজন্মের ৩৫ মিমি প্রাইমারি লেন্স। এই লেন্সটি Xiaomi 15 Ultra-এর এক ইঞ্চি প্রাইমারি সেন্সরের মতো হবে। এই লেন্সের ব্যাস আগের চেয়ে অনেক বড় হবে।এই স্মার্টফোনে ৫০এক্স পর্যন্ত জুম করার সুবিধা থাকতে পারে। অর্থাৎ এটি সুপার-টেলিফোটো সেন্সর সহ আসতে পারে।

জানা গেছে, Nubia Z70S Ultra Photographer Edition-এর মডেল নম্বর হবে NX737J। ফোনটি সম্প্রতি MIIT থেকে ছাড়পত্র পেয়েছে। এর ডিজাইন অনেকটাই Nubia Z70 Ultra-এর মতো‌ হবে। তাই আমাদের অনুমান এর ডিসপ্লে ও অন্যান্য স্পেসিফিকেশনও Z70 Ultra-এর মতোই হবে।

READ MORE:  কম দামে সেরা ফিচার্স, ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে আসছে Tecno Pova 6 5G

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.