লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oil Price: বিশ্ববাজারে তলানিতে তেলের দর! কমবে পেট্রোল-ডিজেলের দাম? | Crude Oil Price Lowest In Last Four Years

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান বিশ্ববাজারে এক বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমতে কমতে এবার ব্যারেল পিছু ৬৫ ডলারে পৌঁছে গিয়েছে, যা গত চার বছরের তুলনায় সর্বনিম্ন। কিন্তু হঠাৎ এই দর পতন কেন? আসলে এর পিছনে রয়েছে একাধিক আন্তর্জাতিক কারণ। কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন হল, এই দর পতনের প্রভাব কি সরাসরি ভারতীয় নাগরিকদের পকেটের উপর পড়বে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

কেন কমে গেল তেলের দাম?

বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, তেলের দাম পতনের প্রধান দুটি কারণ রয়েছে। প্রথমত ট্রাম্পের শুল্কনীতি বিশ্ববাজারে বাণিজ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। দ্বিতীয়ত ওপেক দেশগুলির যোগদান বাড়ানোর সিদ্ধান্তের ফলে বাজারে অতিরিক্ত তেলে সরবরাহ হচ্ছে। ফলে দিনের পর দিন তেলের দাম তলানিতে ঠেকছে। সূত্র বলছে, ব্রেন্ট ক্রুড অয়েলের দাম সর্বশেষ এতটা কমেছিল ২০২১ সালের মাঝামাঝি সময়ে।

READ MORE:  UPI New Rules: PhonePe থেকে Paytm, Google সবই হবে প্রভাবিত! ১ এপ্রিল থেকে এদের চলবে না UPI | From 1st April New Rules In UPI

ভারতের উপর কী প্রভাব পড়বে?

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে ভারতের অর্থনীতির চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি আমদানি খরচ কমবে এবং মুদ্রাস্ফীতির হার কিছুটা নিয়ন্ত্রণে আসবে। অর্থাৎ, দেশের সামগ্রিকভাবে উপকার হবে। কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে, সাধারণ মানুষের পকেটে এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

পেট্রোল-ডিজেলের দাম কি কমবে?

আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা সত্বেও ভারতের বাজারে মনে হয় না পেট্রোল-ডিজেলের দামে কোনরকম পরিবর্তন আসবে। কারণ কলকাতার বাজারে বর্তমানে পেট্রোলের দাম ১০৫.০১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ৯১.৮২ টাকা প্রতি লিটার। ২০২১ সালে যখন তেলের দাম তলানিতে ছিল, তখন পেট্রোলের দাম ছিল ৯৫.৪১ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ছিল ৮৮.০১ টাকা প্রতি লিটার। বেশ কিছু সূত্র বলছে, দ্রব্যমূল্যের পাশাপাশি উৎপাদন, পরিবহন এবং করের বোঝা এখন অনেকটাই বেশি। তাই আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের বাজারে কোন রকম প্রভাব পড়ছে না।

READ MORE:  7th Pay Commision: ৩-৪ নয় এবার ৭%, ফের রাজ্য সরকারি কর্মীদের বাড়বে DA, কবে? জানা গেল সময় | Government Of Tripura Dearness Allowance

বিশেষজ্ঞরা কী বলছেন?

এই বিষয়ে এইচডিএফসি সিকিউরিটিজের বিশেষজ্ঞ অনুজ গুপ্ত জানিয়েছেন, “ট্রাম্পের শুল্কনীতি বিশ্ববাজারে এক চরম অনিশ্চয়তা তৈরি করেছে। যার প্রভাবে সামনে দাম আরো কমতে পারে। এমনকি ৬০ ডলারের কাছাকাছি নেমে আসতে পারে।” 

পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের বিশেষজ্ঞ প্রসেনজিৎ সেন জানিয়েছেন, “এই মুহূর্ত তেলের দাম কমানো উচিত। এতে আমরা ডিলাররা সরাসরি উপকৃত হব।” 

READ MORE:  বাংলা আবাস যোজনায় দুর্নীতি, ৬৪০ জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন

ভবিষ্যৎ সম্ভাবনা

তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা নিঃসন্দেহে ভারতের জন্য সবুজ সংকেত। কিন্তু দেশের সাধারণ মানুষের পকেটে এর সুফল কবে পৌঁছাবে তা এখনও বলা যাচ্ছে না। সরকারের কর নীতি, তেল সংস্থার লাভ ক্ষতির হিসাবনিকাশ এইসব কিছুর উপর নির্ভর করবে আগামী দিনে জ্বালানির মূল্য। তাই আপাতত অপেক্ষা করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.