লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OLA-র প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ! এক চার্জে ৫০০ কিমি রেঞ্জ, দাম শুনলে চমকে যাবেন

Published on:

ভারতে ইলেকট্রিক স্কুটার এবং বাইকের চাহিদা দিন দিন বাড়ছে। সেই বাজার ধরতে এবার ওলা ইলেকট্রিক নিয়ে এসেছে তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল ‘রোডস্টার এক্স’। এই বাইকটি অত্যাধুনিক প্রযুক্তি এবং আকর্ষণীয় ফিচারের সাথে লঞ্চ করা হয়েছে, যা ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা দেবে।

Ola Roadster X: শক্তিশালী ফিচার ও আধুনিক প্রযুক্তি

টার্ন-বাই-টার্ন নেভিগেশন
অ্যাডভান্সড রিজেনারেটিভ ব্রেকিং
ক্রুজ কন্ট্রোল ও রিভার্স মোড
টিপিএমএস (Tire Pressure Monitoring System)
ওটিএ (Over-the-Air) সফটওয়্যার আপডেট
তিনটি রাইডিং মোড – স্পোর্টস, নরমাল এবং ইকো

READ MORE:  Instgram: ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর, রিলসের সময় বাড়িয়ে দ্বিগুণ করল সংস্থা | Instgram Three Minutes Reels

Ola Roadster X-এর ব্যাটারি ভেরিয়েন্ট ও রেঞ্জ

ওলা এই নতুন ইলেকট্রিক বাইকটি তিনটি ব্যাটারি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, যার প্রতিটি মডেলেই আলাদা রেঞ্জ ও পারফরম্যান্স রয়েছে—

Ola Roadster X+ মডেল: আরও উন্নত পারফরম্যান্স

ওলা রোডস্টার এক্স-এর আরও একটি উন্নত সংস্করণ Roadster X+ দুটি ব্যাটারি বিকল্পে এসেছে—

|Roadster X+ (9.1 kWh) মডেলটি একবার সম্পূর্ণ চার্জে 501 কিমি রেঞ্জ অফার করবে এবং এর সর্বোচ্চ গতি 125 কিমি/ঘণ্টা। এটি মাত্র 2.7 সেকেন্ডে 0-40 কিমি/ঘণ্টা গতিতে পৌঁছাতে সক্ষম।

READ MORE:  UPI Payment: ইন্টারনেট ছাড়াই কীভাবে করবেন ইউপিআই পেমেন্ট, স্মার্টফোন ছাড়াও ফিচার ফোনে পাবেন সুবিধা | UPI Payment Offline Using 99# Service

Ola Roadster X-এর ডিজাইন ও ব্রেকিং সিস্টেম

4.3 ইঞ্চির LCD স্ক্রিন (Ola MoveOS 5 দ্বারা চালিত)
অ্যালয় হুইল, সামনের ডিস্ক ও পিছনের ড্রাম ব্রেক সেটআপ
ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তিসহ কম্বি ব্রেকিং সিস্টেম (CBS)
সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে ডুয়াল শক অ্যাবসর্বার

বুকিং ও ডেলিভারি

Ola Roadster X ও Roadster X+ বুকিং শুরু হয়েছে মাত্র 999 টাকায়।
এটি Ola Electric-এর অফিসিয়াল ওয়েবসাইট ও ডিলারশিপের মাধ্যমে বুক করা যাবে।
প্রথম ডেলিভারি মার্চ ২০২৫ থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

READ MORE:  BSNL এর ব্লকবাস্টার রিচার্জ প্ল্যান, দিনে মাত্র ২.৬ টাকা খরচে কল ও ১২০ জিবি ইন্টারনেট

ওলার প্রথম ইলেকট্রিক বাইক Roadster X দুর্দান্ত ফিচার ও শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্সের সঙ্গে লঞ্চ হয়েছে। বিশেষ করে 501 কিমি রেঞ্জের Roadster X+ মডেলটি দেশের অন্যতম দীর্ঘ রেঞ্জের ই-বাইক হিসেবে আত্মপ্রকাশ করেছে। কম দামের বেস ভেরিয়েন্ট থেকে শুরু করে প্রিমিয়াম মডেলের মধ্যে যেকোনো একটি বেছে নিয়ে সাশ্রয়ী মূল্যে শক্তিশালী ই-বাইক অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.