Ola Gen 3 Electric Scooter: মাস শেষে চমক, 31 জানুয়ারি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ইলেকট্রিক স্কুটার আনছে Ola | Ola Gen 3 Electric Scooter Launch Date
ওলা ইলেকট্রিকের সিইও ভাবিস আগরওয়াল ঘোষণা করেছেন, ৩১ জানুয়ারি লঞ্চ করা হবে নতুন Ola Gen 3 ইলেকট্রিক স্কুটার। অর্থাৎ তৃতীয় প্রজন্মের প্রযুক্তির উপর নির্ভর করে আসবে এই টু হুইলার। কোম্পানির, এই স্কুটারে যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা সামগ্রিক ভাবে স্কুটারের পারফরম্যান্স বৃদ্ধি করতে সাহায্য করবে।
জানা গিয়েছে, ওলা ইলেকট্রিকের নতুন Gen 3 প্ল্যাটফর্মে একটি উদ্ভাবনী চুম্বকবিহীন মোটর, ইন্টিগ্রেটেড সিঙ্গেল বোর্ড ইলেকট্রনিক্স ব্যবহার হতে চলেছে। এবং, ব্যাটারিকে চেসিসের মধ্যে একটি কাঠামোগত উপাদান হিসেবে ব্যবহার করা হবে। এই নতুন ডিজাইনটি পরের বছর কাঁচামালের খরচ ২০ শতাংশ কমাবে বলে আশা করা হচ্ছে। একই সাথে সামগ্রিক কর্মক্ষমতা ২৬ শতাংশ বৃদ্ধি করবে।
Ola Gen 3 প্ল্যাটফর্মের কেন্দ্রস্থলে “Inside the Box” আর্কিটেকচার রাখা হয়েছে। এই কনসেপ্ট-এ মোটর, ব্যাটারি এবং ইলেকট্রনিক্সকে একটি সমন্বিত ইউনিটে সংহত করেছে ওলা। কোম্পানির আরও দাবি, Gen 3 প্ল্যাটফর্মে স্কুটারের দৃঢ়তা এবং নিরাপত্তা উন্নত করা হয়েছে।
ওলা দাবি করেছে, এই কনসেপ্ট কোম্পানিকে বিভিন্ন ধরণের ইলেকট্রিক স্কুটার তৈরি করতে সাহায্য করবে। যার মধ্যে থাকবে দৈনিক যাতায়াতের জন্য কমপ্যাক্ট মডেল থেকে উচ্চ-পারফরম্যান্স ভ্যারিয়েন্ট। Ola Gen 3 প্ল্যাটফর্ম একটি অত্যাধুনিক ব্যাটারি সিস্টেমও থাকবে, যা দেশীয়ভাবে তৈরি ৪৬৮০ ব্যাটারি সেল ব্যবহার করবে। এই উন্নত ব্যাটারি সেলগুলি আগের তুলনায় শক্তির ঘনত্বে ১০ শতাংশ বৃদ্ধি করবে বলে জানা গিয়েছে।
সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয় সবাই করতে চায়। তবে সঞ্চয়ের মাঝে প্রতি মাসে নির্দিষ্ট আয় পেলে…
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
This website uses cookies.