লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Ola Roadster X: স্কুটারের দামে দুর্দান্ত ইলেকট্রিক বাইক আনছে Ola, লঞ্চ পরশুদিন, ফুল চার্জে 200 কিমি রেঞ্জ | Ola Roadster X Launch Date

Updated on:

ওলার বহু প্রতীক্ষিত ইলেকট্রিক বাইক Roadster X লঞ্চ হওয়ার তারিখ ঘোষণা করা হল। গত বছর তিনটি ইলেকট্রিক বাইক উন্মোচন করেছিল কোম্পানি। যার মধ্যে সম্প্রতি একটি বাইকের উৎপাদন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওলার সিইও ভাবিশ আগরওয়াল। এবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে যে ৫ ফেব্রুয়ারি লঞ্চ হবে Ola Roadster X ইলেকট্রিক বাইক।

তিনটি ভ্যারিয়েন্ট এবং আলাদা ব্যাটারি ক্যাপাসিটিতে পাওয়া যাবে এই বাইক। ডেলিভারি শুরু হবে চলতি মাসের মাঝামাঝি সময় থেকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বাইকটি লঞ্চ হওয়ার তারিখ ঘোষণা করেছে ওলা। এর আগে কোম্পানি জানিয়েছিল, যে ২০২৫ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বাইকটির ডেলিভারি শুরু হবে। এর আগে ব্র্যান্ডটি, ওলার কারখানায় উৎপাদিত ওলা রোডস্টার এক্সের ছবিও শেয়ার করেছিল। ছবিগুলিতে বাইকটির উৎপাদনের প্রাথমিক পর্যায়ে রয়েছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে।

READ MORE:  TVS HLX Series Global Sales: বিশ্বের ৫৭টি দেশের বাজার কাঁপিয়ে রেকর্ড TVS-এর এই বাইকের, বিক্রি শুনলে চমকে যাবেন

২০২৪ সালে ওলা রোডস্টার লাইনআপের অন্যান্য বাইকের সাথে ওলা রোডস্টার এক্স-এর দাম প্রকাশ করা হয়েছিল। একনজরে ব্যাটারির ক্ষমতা, রেঞ্জ ও দাম দেখে নিন।

Ola Roadster X এর দাম ও ভ্যারিয়েন্ট

Ola Roadster X (২.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক) দাম ৭৪,৯৯৯ টাকা। রেঞ্জ ১১৭ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১০৫ কিমি প্রতি ঘণ্টা।

Ola Roadster X (৩.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক) দাম ৮৪,৯৯৯ টাকা। রেঞ্জ ১৫৯ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১১৭ কিমি প্রতি ঘণ্টা।

READ MORE:  Royal Enfield Flying Flea C6 Electric Bike Debuts: Royal Enfield-এর প্রথম ইলেকট্রিক বাইক ভারতে চলে এল, ফিচার্স শুনলে পাগল হয়ে যাবেন! | Royal Enfield Flying Flea C6 Features

Ola Roadster X (৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক) দাম ৯৯,৯৯৯ টাকা। রেঞ্জ ২০০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ১২৪ কিমি প্রতি ঘণ্টা।

যেসব ক্রেতারা আরও ভালো পারফরম্যান্স চান, তারা Ola Roadster এবং Roadster Pro বাইকের জন্য অপেক্ষা করতে পারেন। Roadster এর ডেলিভারি ২০২৫ সালের মার্চ থেকে শুরু হবে এবং Roadster Pro এর ডেলিভারি শুরু হবে ২০২৬ সালের জানুয়ারি থেকে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ভারতের প্রথম চালকবিহীন গাড়ি আনছে টাটা মোটরস, ছবি দেখলে চোখ কপালে উঠবে!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.