Olympic Cricket: ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, বাদ পাকিস্তান-বাংলাদেশ! জায়গা হবে ভারতের? | 2028 Cricket Olympics
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 128 বছর পর অলিম্পিক গেমসে ফিরছে ক্রিকেট(Olympic Cricket)। প্রথমবারের মতো 1900 সালে প্যারিস অলিম্পিক্সে দেখা মিলেছিল 22 গজের লড়াই। অবশেষে, এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে অলিম্পিকে দেখা মিলবে ক্রিকেটের। বুধবার লস অ্যাঞ্জেলস ক্রিকেট ইভেন্ট সম্পর্কিত বেশ কিছু জটিলতা কাটিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা। আসন্ন 2028 অলিম্পিকে বিশ্বের কতগুলি ক্রিকেট দল অংশ নিতে চলেছে, ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে IOC।
আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা সূত্রে খবর, আসন্ন 2028 সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া পুরুষ ও মহিলাদের টি-টোয়েন্টি অলিম্পিক ইভেন্টে অংশ নেবে মোট 12টি দল। জানা গিয়েছে, অংশগ্রহণকারী দলগুলি মূলত 15 জনের স্কোয়াড নিয়ে অলিম্পিক খেলতে নামবে। অর্থাৎ মহিলাদের 6 দলের ইভেন্টে 90 জন ও পুরুষদের 6 দলের ইভেন্টে 90 জন খেলোয়াড়ের জন্য জায়গা থাকবে।
কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা অর্থাৎ ICC-র অধীনে মূলত 12টি দেশ/দল পূর্ণ সদস্যের স্বীকৃতি পায়। অন্যদিকে আরও 94টি দেশ সহযোগী দেশ হিসেবে অংশগ্রহণ করতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে। তবে শোনা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নতুন নিয়ম অনুযায়ী, বর্তমানে সহযোগী দেশগুলিও টি-টোয়েন্টি ম্যাচগুলির ক্ষেত্রে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বীকৃতি পায়।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক ক্ষেত্রে অলিম্পিক ক্রিকেট ম্যাচগুলিতে যোগ্যতা অর্জনের জন্য আলাদাভাবে টুর্নামেন্ট আয়োজন করা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে আন্তর্জাতিক সংস্থার তরফে। সূত্র বলছে, যোগ্যতা অর্জনকারী ম্যাচ আয়োজন করতে না পারলে ICC ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ছাড়পত্র পেতে পারে দলগুলি।
আর সেই সূত্র ধরেই, তালিকার শীর্ষে থাকা দলগুলি সবার প্রথমে সুযোগ পাবে একথা বলার অপেক্ষা রাখে। বলে রাখি, ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই তালিকার সেরা বিভাগে রয়েছে। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ব়্যাঙ্কিং তালিকা যদি শেষ পর্যন্ত অলিম্পিক্সের যোগ্যতা অর্জনের মাপকাঠি হয় সেক্ষেত্রে, বাদ পড়তে পারে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো দলগুলি।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার টি-টোয়েন্টি ব়্যাঙ্কিং তালিকার মগডালে রয়েছে ভারতীয় পুরুষ দল। স্বদেশীদের রেটিং পয়েন্ট 269। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (259 রেটিং পয়েন্ট), 3 নম্বরে ইংল্যান্ড (254 রেটিং পয়েন্ট), চতুর্থ স্থানে নিউজিল্যান্ড (248 রেটিং পয়েন্ট), তালিকার পঞ্চম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ (247 রেটিং পয়েন্ট), ষষ্ঠ স্থানে সমপরিমাণ পয়েন্ট নিয়ে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এছাড়াও তালিকার একেবারে সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান।
অবশ্যই পড়ুন: রিঙ্কুর সাথে অন্যায় করাই হল কাল, নিজেদের পায়েই কুড়ুল মারল KKR
শীর্ষে অস্ট্রেলিয়ার মহিলা দল(297 রেটিং পয়েন্ট), দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (279 রেটিং পয়েন্ট), 3 নম্বরে ভারত (260 রেটিং পয়েন্ট), চতুর্থ স্থানে নিউজিল্যান্ড (251 রেটিং পয়েন্ট), পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকা (242 রেটিং পয়েন্ট), 6 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ (242 রেটিং পয়েন্ট), 7 নম্বরে শ্রীলঙ্কা (229 রেটিং পয়েন্ট), এছাড়াও তালিকার অষ্টম, নবম এবং দশম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মহিলা দল।
সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার দুর্যোগের কালো ছায়া গ্রাস করতে চলেছে বাংলাকে। সপ্তাহভর দুর্যোগের পর…
ভালো সেলফি ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে সুখবর। Vivo তাদের একটি স্মার্টফোনের সাথে লোভনীয় অফার দিচ্ছে।…
দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের জন্য একাধিক সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যান নিয়ে…
বাড়ির পুরানো স্মার্ট টিভি আপগ্রেড করতে চাইলে সুখবর। কারণ বড় ডিসপ্লের স্মার্ট টিভি এখন কম…
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ট্যারিফ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছেন। এর ফলে ভারত ও ভিয়েতনাম থেকে…
আপনি যদি বড় ডিসপ্লের টিভি কেনার কথা চিন্তা করে থাকেন, তাহলে স্যামসাংয়ের ওয়েবসাইটে আপনার জন্য…
This website uses cookies.