Omega Seiki NRG Mileage: বাজার কাঁপিয়ে 300 কিমি রেঞ্জের ইলেকট্রিক ভেহিকেল এল দেশে, দাম মাত্র সাড়ে তিন লাখ | Omega Seiki NRG Electric 3-Wheeler Launched

বৈদ্যুতিক যানবাহন প্রস্তুতকারক ওমেগা এদিন এক নতুন তিন চাকার বৈদ্যুতিক যাত্রীবাহী গাড়ি হাজির করল বাজারে। নয়া মডেলটির নাম Omega Seiki NRG । ব্যাটারি প্রস্তুতকারক সংস্থা ক্লিন ইলেকট্রিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই ই-অটো লঞ্চ করেছে ওমেগা। সংস্থার দাবি, একবার চার্জ দিলে ৩০০ কিলোমিটার (সার্টিফায়েড রেঞ্জ) পর্যন্ত চলতে পারবে এটি। দাম রাখা হয়েছে ৩.৫৫ লাখ টাকা (এক্স-শোরুম)।

ক্লিন ইলেকট্রিকের উন্নত ১৫ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি প্যাক রয়েছে এই গাড়িতে। যার সঙ্গে মিলবে পাঁচ বছরের ওয়ারেন্টি। ব্যবসা, ফ্লিট অপারেটার এবং নিত্যযাত্রীদের জন্য তৈরি করা হয়েছে এই তিন চাকার গাড়ি। ওমেগা সেইকি আগামী অর্থবছরের মধ্যে ৫,০০০ ইউনিট এনআরজি রাস্তায় নামানোর লক্ষ্য নিয়েছে। চলুন একনজরে গাড়ির স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

READ MORE:  Apache, Ntorq-দের বাজিমাত! ইতিহাসে এই প্রথম TVS-এর কাছে হেরে তিনে নামল Hero | TVS Overtakes Hero Motocorp for The First Time

Omega Seiki NRG: ব্যাটারি, মোটর, রেঞ্জ

ওমেগা সেইকি এনআরজি-র রেঞ্জ এক চার্জে ৩০০ কিমি। ব্যাটারির ক্ষমতা ১৫ কিলোওয়াট আওয়ার। ব্যাটারি ওয়ারেন্টি মিলবে পাঁচ বছর বা ২,০০,০০০ কিমি। ইউনিভার্সাল পাবলিক ভারত ডিসি-০০১ চার্জিং পরিকাঠামোতে ৪৫ মিনিটে ১৫০ কিমি টপ-আপ চার্জ করতে পারে। ইলেকট্রিক মোটরের পাওয়ার ১২.৮ কিলোওয়াট এবং সর্বোচ্চ মোটর টর্ক ৪৩০ এনএম। টপ স্পিড গতি প্রতি ঘন্টায় ৪৭ কিলোমিটার।

READ MORE:  Aprilia Tuono 457 Launched: বলিউড স্টার জন আব্রাহামের হাত ধরে দেশে চলে এল Aprilia Tuono 457 মোটরসাইকেল | Aprilia Tuono 457 Price in India

ওমেগা সেইকির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান উদয় নারাং বলেন, “আমরা Omega Seiki NRG উন্মোচন করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি এমন একটি পণ্য যা ভারতের বৈদ্যুতিক যানবাহন বাজারে বিপ্লব আনার আমাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। Omega Seiki NRG একবার চার্জে ৩০০ কিমি রেঞ্জ সরবরাহ করতে পারে। আমরা আত্মবিশ্বাসী যে এটি উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন, পরিবেশ-বান্ধব পরিবহন সমাধানের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।”

READ MORE:  Hero Xtreme 160R 4V Mileage: দেশের একমাত্র ১৫০ সিসি মোটরসাইকেল যা প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দেয় | Best Fuel Efficient Bike

Scroll to Top