One UI 7: দামি মোবাইলের ফিচার বাজেট ফোনে, ভিন্ন পথে হেঁটে ক্রেতাদের মন জিতবে Samsung | Samsung Galaxy A06 5G Feature
ফ্ল্যাগশিপ মডেলের ফিচার এবার পাওয়া যাবে লো বাজেট সেগমেন্টে। Samsung Galaxy S24 এবং Galaxy S25 সিরিজে উপলব্ধ ‘নাউ বার’ বৈশিষ্ট্যটি সাশ্রয়ী মূল্যের গ্যালাক্সি ফোনগুলিতে আসবে বলে জানা গিয়েছে। বর্তমানে Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর One UI 7 কাস্টম স্কিনের বিটা ভার্সনে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে।
এবার প্রশ্ন হচ্ছে এই নাউ বার জিনিসটা আসলে কী৷ জানিয়ে রাখি, এটি ছোট পিল-আকৃতির একটি উইজেট যা লক স্ক্রিনের নীচের মাঝখানে অবস্থিত। এটি আপনার স্মার্টফোনে ঘটে যাওয়া জিনিসগুলি সম্পর্কে দ্রুত তথ্য দেয়, যেমন মিউজিক প্লেব্যাক, ভয়েস রেকর্ডিং, বা টাইমার। একে কিছুটা মিনি কমান্ড সেন্টারের সঙ্গে তুলনা করা যেতে পারে।
এই ফিচার ফোন আনলক না করেই আপনাকে নির্দিষ্ট তথ্য দিয়ে আপডেট রাখবে। প্রাথমিকভাবে হাই-এন্ড মডেলে সীমাবদ্ধ থাকলেও, এখন বাজেট ফোনেও আসতে চলেছে এটি। পকেট ফ্রেন্ডলি দামে আসতে চলা Samsung Galaxy A06 5G মডেলে One UI 7 প্রি-ইনস্টলড থাকবে। ফলে এতে নাউ বার ফাংশন উপলব্ধ হবে।
সূত্রের দাবি, স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি তিনটি স্টোরেজ অপশনে লঞ্চ হবে। ডিভাইসটির ৪ জিবি র্যাম + ৬৪ জিবি মডেলের দাম হবে ১২,৪৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ, এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে খরচ হবে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা ও ১৫,৪৯৯ টাকা।
ফোনটি ৬.৭ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর ওয়ান ইউআই ৭.০, আইপি৬৪ ওয়াটার রেজিট্যান্স, ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করতে পারে। খুব শীঘ্রই ভারতে ফোনটির লঞ্চের ঘোষণা হবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে যোগ দিতে চান? তাহলে আপনার জন্য…
ভারতে এবার উচ্চগতির ইন্টারনেট পরিষেবার যুগ শুরু হতে চলেছে। এলন মাস্কের স্পেসএক্স সংস্থার স্যাটেলাইট ভিত্তিক…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ চাকরিজীবীদের জন্য কর্মচারী ভবিষ্যনিধি (EPF) আর্থিক সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি…
Samsung এই বছরের শুরুতে Galaxy S25 সিরিজের তিনটি মডেল লঞ্চ করেছে এবং শোনা যাচ্ছে যে…
প্রিপেইড প্ল্যানের পাশাপাশি Airtel বিভিন্ন পোস্টপেইড প্ল্যান অফার করে। এরমধ্যে কিছু প্ল্যান ইনফিনিটি ফ্যামিলি প্যাক…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের অন্যতম OTT প্ল্যাটফর্ম Disney+ Hotstar-এর সাথে হাত মিলিয়ে JioHotstar বাজারে এনেই…
This website uses cookies.