লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

One UI 8 Update: এই Samsung ফোন ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, আসছে সবচেয়ে বড় One UI 8 আপডেট

Published on:

স্যামসাং ধীরে ধীরে তাদের মিড ও বাজেট রেঞ্জের ফোনের জন্য One UI 7 আপডেট রোলআউট করছে। অনেক ব্যবহারকারী এই আপডেটের জন্য অপেক্ষা করছেন। এর মাঝেই সামনে এসেছে One UI 8 আপডেট সংক্রান্ত চমকপ্রদ তথ্য। এই নতুন ভার্সনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে আসবে। লেটেস্ট সমস্ত Samsung Galaxy ডিভাইসে এই আপডেট রোলআউট করা হবে। যদিও স্যামসাং এই বিষয়ে এখনও কিছু জানায়নি, তবে জনপ্রিয় ওয়েবসাইট গিজমোচায়না কোন কোন ফোনে One UI 8 আপডেট আসবে তার লিস্ট শেয়ার করেছে।

READ MORE:  হাতে আর মাত্র চার দিন, বাজার কাঁপাতে AI ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Tecno Camon 40

One UI 8 কখন রিলিজ হবে

স্যামসাং সাধারণত জুলাই-আগস্টের মধ্যে তাদের ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করে। আশা করা হচ্ছে, এবছরের জুলাইয়ে বাজারে পা রাখবে Galaxy Z Fold 7 এবং Z Flip 7। এই ফোনগুলির সাথেই ওয়ান ইউআই ৮ কাস্টম স্কিন আসবে। গুগল ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে অ্যান্ড্রয়েড ১৬ ২০২৫ সালের জুনের মধ্যে লঞ্চ হবে। ফলে জুলাইয়ের শুরুতেই ওয়ান ইউআই ৮ এর বিটা ভার্সন রিলিজ করা হতে পারে।

জানিয়ে রাখি, ওয়ান ইউআই ৮ হবে একটি বড় আপডেট। এবার কোনো ইনক্রিমেন্টাল আপডেট (যেমন ৭.১ বা ৭.১.১) আসবে না। স্যামসাং সরাসরি ওয়ান ইউআই ৭ থেকে ওয়ান ইউআই ৮ আপডেটে চলে আসবে।

READ MORE:  Huawei Mate XT: বিশ্বের প্রথম ট্রিপল-ফোল্ড স্মার্টফোন Huawei Mate XT আসছে গ্লোবাল মার্কেটে! | Huawei Mate XT Launch Date

One UI 8 আপডেট আসবে কোন কোন ডিভাইসে

গিজমোচায়নার রিপোর্ট অনুযায়ী, নিন্মলিখিত ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট আসবে:

Galaxy S সিরিজ: Galaxy S25, S24, S23, S22 ও S21 FE সিরিজ

Galaxy Z সিরিজ: Z Fold 6, Fold 5, Fold 4 এবং Z Flip 6, Flip 5, Flip 4

Galaxy Tab সিরিজ: Tab S10, S9, S8 ও Tab A9 সিরিজ

READ MORE:  Vivo Y19 5G AI Feature: বাজেটের মধ্যে চমৎকার ফিচার, ভারতে আসছে AI ফিচার সমৃদ্ধ Vivo Y19 5G স্মার্টফোন | Vivo Y19 5G Listed India Official Website

Galaxy A সিরিজ: A73 থেকে শুরু করে A06 পর্যন্ত বেশ কয়েকটি মডেল

Galaxy M ও F সিরিজ: M56, M54, M34 এবং F55, F54, F34 ইত্যাদি

Galaxy Xcover সিরিজ: Xcover 7 ও Xcover 7 Pro

One UI 8 ভার্সনে নতুন ফিচার কী থাকছে?

ওয়ান ইউআই ৮ ভার্সনে থাকবে লগ ভিডিও রেকর্ডিং সাপোর্ট, যা প্রথমে Galaxy S25 সিরিজে দেওয়া হয়েছিল। এছাড়া এতে নাউ ব্রিফ ও কুইক শেয়ার মেনু ফিচার থাকবে। এছাড়াও একাধিক এআই ফিচার পাওয়া যাবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.