লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus ইউজারদের জন্য সুখবর, ফোনের সমস্যা মেটাতে চলে এল নতুন সফটওয়্যার আপডেট

Published on:

ওয়ানপ্লাসের ভারতীয় ব্যবহারকারীদের জন্য সুখবর। চাইনিজ সংস্থাটি এদেশে উপলব্ধ OnePlus Nord 3 এবং Nord 4 মডেলে নতুন OxygenOS ইনক্রিমেন্টাল আপডেট দেওয়া শুরু করেছে। বর্তমানে শুধু ভারতে চালু হলেও শীঘ্রই অন্যান্য দেশগুলিতে আপডেটটির রোলআউট শুরু হবে বলে আশা করা যায়। নতুন এই আপডেট দুই স্মার্টফোনের সিস্টেমে স্টেবিলিটি এনেছে, বাগ ফিক্স করেছে, এবং জানুয়ারি ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করেছে।

READ MORE:  দারুন অফার, Redmi, Vivo, Oppo এর ২০০, ১০৮ ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন ২০ হাজার টাকার মধ্যে

OnePlus Nord 4 ও Nord 3 নতুন সফটওয়্যার আপডেট পেল

৯১মোবাইলসের রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord 4 এর আপডেট CPH2661_15.0.0.500 ফার্মওয়্যার ভার্সন এনেছে, যেখানে OnePlus Nord 3-এর ক্ষেত্রে ফার্মওয়্যার সংস্করণটি হল CPH2491_15.0.0.403। কোম্পানি সাফ জানিয়েছে, যে সব ব্যবহারকারী  OxygenOS 15-এ ফোন আপগ্রেড করেছেন, নতুন আপডেটগুলি শুধুমাত্র তাঁদের জন্য উপলব্ধ। যারা আপগ্রেড করেননি, তাঁদের কাছে আপডেটটি শীঘ্রই পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে ওয়ানপ্লাস।

READ MORE:  OnePlus 13T: জোড়া ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজার কাঁপাতে আসছে ওয়ানপ্লাস ১৩টি, ছবি সহ ফিচার ফাঁস | OnePlus 13T Launch Date

এই ওটিএ আপডেট ছোট ছোট ব্যাচে রোলআউট হচ্ছে। অর্থাৎ এগুলি প্রথমে অল্প সংখ্যক ইউজারের কাছে পৌঁছে যাবে। তারপর ধীরে ধীরে কয়েক দিনের মধ্যে সকলের জন্য উপলব্ধ হবে। জানিয়ে রাখি, Nord 4 মডেলটির জন্য OxygenOS 15.0.0.500 আপডেট টাচ টু শেয়ার বৈশিষ্ট্য যুক্ত করেছে। এছাড়া, অডিও সামারি, ডকুমেন্টস এআই, নোটস এআই এবং কল সামারির তো এআই ফিচার্সকে উন্নত করেছে।

READ MORE:  Realme 14 Pro Lite Features: ভারতে লঞ্চের আগেই ফাঁস হল Realme 14 Pro Litre স্মার্টফোনের দাম ও সমস্ত ফিচার্স | Realme 14 Pro Lite Price

অন্যদিকে, OxygenOS 15.0.0.403 আপডেট OnePlus Nord 3 ফোনের সিস্টেম আরও স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশনের নামও কিছু ভাষায় আপডেট করেছে৷ পাশাপাশি, নয়া আপডেট 2G এবং 3G নেটওয়ার্কে কল ফরওয়ার্ডিং এবং কল ওয়েটিং সংক্রান্ত সমস্যার সমাধান করতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.