গত ৪ মার্চ থেকে শুরু হয়েছে OnePlus Red Rush সেল, যা ৯ মার্চ পর্যন্ত চলবে। এই সেল চলাকালীন একাধিক ওয়ানপ্লাস ডিভাইস কম দামে পাওয়া যাচ্ছে। তবে আমরা এই প্রতিবেদনে OnePlus 12 ফোনের সাথে পাওয়া ডিলের বিষয়ে বলবো। এই স্মার্টফোনটি সেলের সময় ১২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্টে কেনা যাবে। আসুন এরপর প্রিমিয়াম ডিভাইসটি কত দামে বাড়ি নিয়ে যাওয়া যাবে দেখে নেওয়া যাক।
১২ হাজার টাকা ডিসকাউন্টে OnePlus 12
ওয়ানপ্লাস রেড রাশ সেল চলাকালীন, ওয়ানপ্লাস ১২ ফোনের ১৬ জিবি র্যাম ভ্যারিয়েন্ট ৮,০০০ টাকা ফ্ল্যাট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এখন এটি ৬৯,৯৯৯ টাকার পরিবর্তে ৬১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত। আবার এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড, এসবিআই ব্যাঙ্ক কার্ড বা অন্যান্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ৪,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
একইভাবে, ১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ৬৪,৯৯৯ টাকার পরিবর্তে ৫৬,৯৯৯ টাকায় কেনা যাবে। ফলে এর উপরও ৮,০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের সুবিধা নিতে পারলে ডিভাইসটির দাম কমে দাঁড়াবে ৫২,৯৯৯ টাকায়
OnePlus 12 এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনে আছে ৬.৮২ ইঞ্চি প্রোএক্সডিআর ডিসপ্লে আছে এবং এই এলটিপিও ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি সর্বোচ্চ ৪৫০০ নিট ব্রাইটনেস অফার করে, আর এর সুরক্ষার জন্য আছে গরিলা গ্লাস ভিক্টাস। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস ১২ এর পিছনে প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ৬৪ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটির সামনে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এই ডিভাইসে ৫৪০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।