লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus 12 ব্যবহারকারীদের জন্য সুখবর! চমৎকার ফিচার সহ এল নতুন OxygenOS 15 আপডেট

Published on:

ভারতীয় OnePlus 12 ব্যবহারকারীদের জন্য সুখবর! ওয়ানপ্লাস ভারতে তাদের জনপ্রিয় এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য নতুন OxygenOS 15.0.0.801 আপডেট রোলআউট শুরু করেছে। এর বিল্ড ভার্সন হল CPH2573_15.0.0.801(EX01)। নয়া এই আপডেটটি ধাপে ধাপে ব্যবহারকারীদের কাছে পৌঁছাবে। আশা করা যায়, কয়েক দিনের মধ্যে অধিকাংশ ব্যবহারকারী আপডেটটি পেয়ে যাবেন। উল্লেখ্য, OnePlus 12 ভারতে গতবছর জানুয়ারিতে লঞ্চ হয়েছিল।

READ MORE:  Oppo Find X8s Plus Camera: 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা ও 6000mAh ব্যাটারি সহ আসছে Oppo Find X8s Plus | Oppo Find X8s Plus Spotted Tenaa

OnePlus 12 ফোনে আসা নতুন আপডেটের সুবিধা

নতুন আপডেটে ওয়ানপ্লাস ১২ ব্যবহারকারীদের জন্য একাধিক চমৎকার ফিচার আনা হয়েছে। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল পার্শিয়াল স্ক্রিন রেকর্ডিং ফিচার। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনের একটি নির্দিষ্ট অংশ নির্বাচন করে রেকর্ড করতে পারবেন।

এছাড়া এই আপডেটে হোম স্ক্রিনে নতুন ক্লক উইজেট যুক্ত করা হয়েছে, যা লোকাল সময় এবং আবহাওয়ার তথ্য দেখাবে। আবার রিসেন্ট টাস্ক ম্যানেজমেন্ট স্ক্রিনে “স্ট্যাক ভিউ” ফিচার যোগ করা হয়েছে। এই ফিচার সেটিংস থেকে চালু বা বন্ধ করা যাবে। আর সুপার পাওয়ার সেভিং মোডে ডিফল্ট অ্যাপ লিস্ট আপডেট করা হয়েছে।

READ MORE:  ৭ হাজার টাকার কমে Redmi সহ সেরা তিন স্মার্টফোন, পাবেন ১২ জিবি র‌্যাম সহ বড় ব্যাটারি | Best Smartphone Under 7000 Rupees

শুধু তাই নয়, OnePlus 12 স্মার্টফোনের জন্য আসা নতুন আপডেটে নিরাপত্তা বাড়াতে এপ্রিল ২০২৫ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ যুক্ত করা হয়েছে। আপডেট ইনস্টলের পর কোনো সমস্যা দেখা দিলে OnePlus কমিউনিটি অ্যাপের “Bug Report” সেকশন ব্যবহার করে অথবা সরাসরি *#800# ডায়াল করে ব্যবহারকারীরা সমস্যার কথা জানাতে পারবেন।

READ MORE:  Vivo S30 Pro Mini Specifications: ভিভোর নতুন চমক, মে মাসে আসছে Vivo S30 সিরিজ, থাকছে 50MP সেলফি ক্যামেরার Pro Mini মডেল

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.