OnePlus 13: সবচেয়ে কম দামে OnePlus 13 প্রিমিয়াম স্মার্টফোন, রয়েছে ৫০+৫০+৫০ মেগাপিক্সেল ক্যামেরা | OnePlus 13 Price Drop
আপনি যদি এই মুহূর্তে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন সস্তায় কিনতে চান তাহলে সুখবর। আসলে অ্যামাজনে এখন OnePlus 13 ডিভাইসটি কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে। ওয়ানপ্লাস রেড রাশ ডেজ সেল উপলক্ষে এর উপর অফার দেওয়া হচ্ছে। আপনি পুরো ৫,০০০ টাকা ডিসকাউন্টে এই OnePlus প্রিমিয়াম ফোনটি কিনতে পারবেন। এছাড়া রয়েছে ৭,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস। OnePlus 13 স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, কোয়াড এইচডি প্লাস ডিসপ্লে ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর।
ওয়ানপ্লাস ১৩ এর ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। তবে সেলে কম দামে কেনা যাবে ফোনটি। অ্যামাজন রেড রাশ ডেজ সেল চলাকালীন ব্যাঙ্ক কার্ড অফারে এটি ৫,০০০ টাকা ছাড়ে কেনা যাবে। এরপর এর দাম হবে ৬৪,৯৯৮ টাকা। এদিকে পুরানো ফোন এক্সচেঞ্জ করলে এক্সচেঞ্জ ভ্যালু সহ অতিরিক্ত ৭,০০০ টাকা বোনাস পাওয়া যাবে।
ওয়ানপ্লাস ১৩ ফোনের সামনে দেখা যাবে ৬.৮২ ইঞ্চি কোয়াড এইচডি প্লাস AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ৩১৬৮×১৪৪০ পিক্সেল। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫ কাস্টম স্কিনে চলে। এটি ৪ বছর ধরে ওএস আপডেট এবং ৬ বছর ধরে সিকিউরিটি প্যাচ পাবে।
ফটোগ্রাফির জন্য OnePlus 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল Sony LYT-808 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony LYT-600 টেলিফটো সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus 13 স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। এতে ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) প্রতি নিত্য যাত্রীদের ভরসা…
রিলায়েন্স জিও সম্প্রতি একটি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র ৮৯৫-তে…
সৌভিক মুখার্জী, কলকাতা: অক্ষয় তৃতীয়ার আগের দিন সোনার বাজারে বড়সড় ধাক্কা। হু হু করে বাড়লো…
This website uses cookies.