OnePlus 13R AI Features: ক্যামেরা হয়ে যাবে ঝাক্কাস, OnePlus এর এই ফোনে এল নতুন সফটওয়্যার আপডেট | OnePlus 13R Getting OxygenOS 15 Update

OnePlus 13R গত মাসে OnePlus 13 এর পাশাপাশি ভারতে লঞ্চ হয়েছিল। প্রিমিয়াম ফিচারসহ আসা এই ফোনটি সিরিজের সাশ্রয়ী ভার্সন বলা চলে। যদিও ভারতে সেভাবে সাড়া ফেলতে পারেনি OnePlus 13R। আজ এই ডিভাইসটির জন্য নতুন OxygenOS 15 আপডেট রোল আউট করা হল। এই আপডেটে ফোনের ক্যামেরা আরও উন্নত করা হয়েছে। এর সাথে বেশ কিছু নতুন ফিচার ডিভাইসে যুক্ত হবে। এই সফ্টওয়্যার আপডেট ভারত সহ সমস্ত দেশের ব্যবহারকারীদের জন্য আনা হয়েছে।

READ MORE:  ইলন মাস্কের নয়া চমক, ডিপসিক, জেমিনি, চ্যাটজিপিটিকে টেক্কা দিতে আনল Grok-3 AI | Elon Musk Launches Grok-3 AI

OnePlus 13R ফোনে এল নতুন আপডেট

ওয়ানপ্লাস ১৩আর ভারতে এবং গ্লোবাল মার্কেটে OxygenOS 15.0.0.406 আপডেট পাচ্ছে। এই সফ্টওয়্যার আপডেট ফোনের সফ্টওয়্যার সেকশনে দেখা যাবে বা নোটিফিকেশন বারে প্রদর্শিত হবে। তবে আপডেটের সময় ডিভাইস ওয়াইফাই এর সাথে যুক্ত রাখবেন এবং পর্যাপ্ত ব্যাটারি আছে কিনা দেখে নেবেন।

নতুন এই আপডেটের পরে, ওয়ানপ্লাস ১৩আর ব্যবহারকারীরা আরও ভাল ক্যামেরা পারফরম্যান্স অনুভব করবেন। থার্ড পার্টি ক্যামেরা অ্যাপগুলির পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। ক্যামেরা ছাড়াও, এই সফ্টওয়্যার আপডেট সিস্টেমকে আরও সুরক্ষিত এবং এর কর্মক্ষমতা বাড়াবে। এই আপডেটের সাথে জানুয়ারী ২০২৫ এর অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচও পাওয়া যাবে।

READ MORE:  হ্যাক হবে না ফোন, পাওয়া যাবে AI ফিচার, OnePlus Nord সিরিজের ফোনে এল নতুন OxygenOS আপডেট | OnePlus Nord 3 Nord 4 OxygenOS 15 Update in India

এছাড়া ওয়ানপ্লাস ১৩আর ফোনে একাধিক এআই ফিচার যুক্ত হবে। ব্যবহারকারীরা লাইভ ট্র্যান্সেলেট ফিচার পাবেন যা মুহুর্তে ভয়েস বা টেক্সট অনুবাদ করতে পারবে। আগেই বলেছি যে, এই ফোনটি গত মাসে ভারতে OnePlus 13 এর সাথে লঞ্চ হয়েছিল। এর দাম শুরু হয়েছিল ৪২,৯৯৯ টাকা থেকে।

Scroll to Top