অসাধারণ ফিচার সম্পন্ন OnePlus 13R মিলছে ৩২ হাজারে, এই সাইটে জম্পেশ অফার
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ওয়ানপ্লাসের অন্যতম প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম কমে ৩২ হাজারের ঘরে পৌঁছল। সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে OnePlus 13R। এই ফোনের আসল দাম ৪৯,৯৯৯ টাকা হলেও, এটি এখন আরও কমে পাওয়া যাচ্ছে। এই ডিভাইসটি তার ক্যামেরা, প্রসেসর এবং ডিজাইন ও ডিসপ্লের জন্য পরিচিত। আসুন প্রিমিয়াম স্মার্টফোনটি কীভাবে কম দামে কেনা যাবে সেই বিষয়ে জেনে নেওয়া যাক।
OnePlus 13R এর উপর ডিসকাউন্ট অফার
ওয়ানপ্লাস ১৩আর এখন ৪৯,৯৯৯ টাকার পরিবর্তে অ্যামাজনে ৪২,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। আবার বর্তমানে, নির্বাচিত ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৩,০০০ টাকার ছাড় দিচ্ছে অ্যামাজন। পাশাপাশি রয়েছে এক্সচেঞ্জ অফার। যেখানে সর্বাধিক ২৪,৩০০ টাকা পর্যন্ত সুবিধা পেতে পারেন।
যারা পুরনো ডিভাইস এক্সচেঞ্জ করবেন তাদের সেই ফোনের অবস্থার উপর নির্ভর করবে এই ছাড়। কেউ যদি পুরানো ডিভাইস বদলে প্রায় ১৫,০০০ টাকা পেতে পারেন, তাহলে মাত্র ৩১,৯৯৯ টাকায় কেনা যাবে ওয়ানপ্লাস ১৩আর স্মার্টফোন।
OnePlus 13R এর স্পেসিফিকেশন ও ফিচার
ওয়ানপ্লাস ১৩আর ডিভাইসে আছে একটি অসাধারণ ৬.৭৮ ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপ দেওয়া হয়েছে, যার সাথে ১২ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যুক্ত আছে। এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৬০০০ এমএএইচ, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে OnePlus 13R ডিভাইসে ট্রিপল-ক্যামেরা সিস্টেম উপস্থিত। যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ ম্যাক্রো লেন্স। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৫।