OnePlus 13R Price: লঞ্চের পর প্রথমবার সবচেয়ে কমে OnePlus 13R, টেলিফটো ক্যামেরা সহ আছে দুর্ধর্ষ ফিচার | OnePlus 13R 50MP Telephoto Camera

ওয়ানপ্লাস ফ্যানদের জন্য সুখবর। ওয়ানপ্লাসের নতুন একটি ফ্ল্যাগশিপ ফোন অ্যামাজনে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। আমরা কথা বলছি OnePlus 13R সম্পর্কে। এই ডিভাইসটি OnePlus 13 এর পাশাপাশি ২০২৫ সালের জানুয়ারিতে ভারত এবং অন্যান্য বাজারে লঞ্চ হয়েছিল। অ্যামাজনের টিজার পেজ থেকে জানা গেছে, OnePlus 13R এর ১৬ জিবি র‌্যাম ভেরিয়েন্ট এখন অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এতে আছে স্ন্যাপড্রাগন চিপসেট এবং ৬০০০ এমএএইচ ব্যাটারি যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা পাওয়া যাবে।

READ MORE:  OnePlus Pad 2 Pro Specification: স্মার্টফোনের পর ট্যাবলেটের বাজার কাঁপাবে OnePlus, সেরা ফিচার্সের দুর্ধর্ষ ট্যাব আনছে

OnePlus 13R এর লঞ্চের সময় এই দাম ছিল

ভারতে লঞ্চের সময়, ওয়ানপ্লাস ১৩ আর এর ১২ জিবি + ২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ৪২,৯৯৯ টাকা এবং ১৬ জিবি + ৫১২ জিবি ভেরিয়েন্টের দাম ছিল ৪৯,৯৯৯ টাকা। এটি অ্যাস্ট্রাল ট্রেইল এবং নেবুলা নোয়ার কালারে এসেছিল।

তবে এখন ওয়ানপ্লাস ১৩ আর ফোনটির ১৬ জিবি র‌্যাম ভেরিয়েন্টটি অ্যামাজনে ৪৭,৯৯৮ টাকায় তালিকাভুক্ত আছে। এর সাথে আছে ব্যাঙ্ক অফার যেখানে ৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে, এর ফলে ডিভাইসটির দাম কমে হবে ৪৪,৯৯৮ টাকা।

READ MORE:  Samsung Galaxy F06 5G Launched: রেডমি-রিয়েলমিদের খেলা শেষ, 10 হাজারের মধ্যে অনবদ্য 5G ফোন লঞ্চ করল Samsung | Samsung Galaxy F06 5G Price

OnePlus 13R এর ফিচার

ওয়ানপ্লাস ১৩ আর ফোনে ডুয়েল ন্যানো সিম সাপোর্ট এবং অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক অক্সিজেনওএস ১৫.০ কাস্টম স্কিন সহ এসেছে। এতে আছে ৬.৭৮ ইঞ্চি ফুল-এইচডি প্লাস এলটিপিও ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩.৯ শতাংশ, পিক ব্রাইটনেস লেভেল ৪৫০০ নিট এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট।

ফটোগ্রাফির জন্য, এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল Sony LYT-700 1/1.56-ইঞ্চি প্রাইমারি সেন্সর আছে যা ওআইএস সাপোর্ট করে। ক্যামেরা সেটআপে ২এক্স অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সামিল আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

READ MORE:  Vivo V50: Vivo V50 প্রেমদিবসের পরেই আসছে দেশে, 50MP সেলফি ক্যামেরায় তুলবে সেরা ছবি | Vivo V50 India Launch Date

এদিকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ আসা OnePlus 13R ডিভাইসে আইপি৬৫ রেটেড বিল্ড উপস্থিত। এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

Scroll to Top