OnePlus 13T আসছে এপ্রিলেই, কম দামে পাবেন 6200mAh ব্যাটারি ও দুর্ধর্ষ ফিচার্স | OnePlus 13T Launch Date
OnePlus 13T কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে এপ্রিলে লঞ্চ হবে। এতে ৬,১০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে।
সুমন পাত্র, কলকাতা: OnePlus একটি নতুন কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করছে যা অন্যান্য ব্র্যান্ডের প্রিমিয়াম মডেলকে ভাল ফাইট দেবে বলে দাবি করা হচ্ছে। ওয়ানপ্লাস এই বিষয়ে এখনও মুখ না খুললেও, সংস্থার সেই আসন্ন ফোনটির নাম OnePlus 13T বলেই জানা গিয়েছে। এখন সূত্রের তরফে জানানো হয়েছে যে, ডিভাইসটি ৬.৩ ইঞ্চি ডিসপ্লে ও বিশাল ব্যাটারির সাথে লঞ্চ হবে। একইসাথে বলা হয়েছে যে স্মার্টফোনটি এপ্রিলেই বাজারে আসতে পারে।
বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবো-তে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ওয়ানপ্লাস ১৩টি পাওয়ারফুল ৬,২০০ এমএএইচ ব্যাটারির সাথে আসতে পারে। ফলে এটি বৃহত্তম ব্যাটারি যুক্ত অন্যতম কমপ্যাক্ট ফোনে পরিণত হবে। তুলনাস্বরূপ, স্ট্যান্ডার্ড ওয়ানপ্লাস ১৩ মডেলে আরও বড় ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে ও ৬,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করেছে কোম্পানি।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ওয়ানপ্লাস ১৩টি ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে৷ যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স মিলবে। তবে কিছু প্রতিবেদনে ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল ক্যামেরা সিস্টেমের সম্ভাবনার কথা বলা হয়েছে।
OnePlus 13T চীনে Snapdragon 8 Elite প্রসেসর চালিত সবচেয়ে সস্তা ফোন হবে বলে শোনা যাচ্ছে। এটির ৬.৩ ইঞ্চি এলটিপিও ওলেড ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১.৫কে রেজোলিউশন, এবং অপটিক্যাল ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সমর্থন করবে। ফোনটির ৬,২০০ এমএএইচ ব্যাটারি ৮০ ওয়াট ওয়্যার্ড (তারযুক্ত) এবং ৫০ ওয়াট ওয়্যারলেস (তারবিহীন) চার্জিং সাপোর্ট করবে বলে অনুমান করা হচ্ছে।
বাজেট ফ্রেন্ডলি রিচার্জ প্ল্যান এনে জনপ্রিয়তা লাভ করেছে BSNL। কম দামে দীর্ঘ মেয়াদের একাধিক রিচার্জ…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩১শে মার্চ, সোমবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Samsung আনতে চলেছে নতুন প্রযুক্তির ফোল্ডেবল স্মার্টফোন, যা ৩৬০ ডিগ্রি ফোল্ড করা যাবে বলে দাবি…
গত কয়েকবছরে স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটিতে পরিবর্তন এসেছে। এখন ৫০০০ এমএএইচ এর পরিবর্তে ফোনে আরও বড়…
সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ মামলা (DA Case) নিয়ে বিতর্ক এখন…
নতুন অর্থবছর শুরুর আগেই ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) এক গুরুত্বপূর্ণ ঘোষণা করে ফেলল, যা সমস্ত…
This website uses cookies.