লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus 13T Battery: ছোট প্যাকেট বড় ধামাকা, বিশাল 6200mAh ব্যাটারির সাথে এপ্রিলে আসছে OnePlus 13T | OnePlus 13T Specification

Published on:

ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই একে ‘স্মল-স্ক্রিন পাওয়ারহাউস’ স্লোগানের সাথে প্রচার শুরু করেছে। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর থাকা সত্ত্বেও উচ্চতর পারফরম্যান্স পাওয়া যাবে নতুন মডেলটিতে। এটি OnePlus 13 সিরিজের একটি নতুন সংযোজন, যা প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি হয়েছে। এখন অফিসিয়াল লঞ্চের আগেই স্নার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়েছে।

READ MORE:  কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

OnePlus 13T এর ব্যাটারির ক্ষমতা

কোম্পানির প্রেসিডেন্ট লুই জি ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) নিশ্চিত করেছেন, ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ৬,০০০+ এমএএইচ গ্লেসিয়ার ব্যাটারি থাকবে। বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক পোস্ট অনুযায়ী, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাস ১৩টি একমাত্র ফোন যার স্ক্রিনের আকার ছোট হলেও ব্যাটারি বড়।

OnePlus 13T অন্যান্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১৩টি একটি ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫K রেজোলিউশন অফার করবে। এটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত সবথেকে সাশ্রয়ী মূল্যের ফোন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনে গেমিং ইঞ্জিন রাখতে পারে। একটি সূত্র আনঅফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে আনলেও, আসল ডিজাইন এখনও অজানা থেকে গিয়েছে।

READ MORE:  Realme GT 8 Pro Specifications: বাজারে ঝড় তুলতে আসছে রিয়েলমির অলরাউন্ডার স্মার্টফোন, দুর্ধর্ষ ফিচার্স | Realme GT 8 Pro Snapdragon 8 Elite 2 Processor

ওয়ানপ্লাসের এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। রেন্ডারে ডিভাইসটির পিছনে একজোড়া ক্যামেরাই দেখা গিয়েছে। তবে একটি অতিরিক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার কথাও শোনা যাচ্ছে।

READ MORE:  OnePlus Nord 4 Discount: বিরাট ডিসকাউন্ট, ৭ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে OnePlus Nord 4, কোথায় রয়েছে এই অফার | OnePlus Nord 4 Price
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.