OnePlus 13T Battery: আইফোনের ফিচার সহ আসছে OnePlus 13T, শক্তিশালী স্ন্যাপড্রাগন প্রসেসর সহ থাকবে বাহুবলী ব্যাটারি | OnePlus 13T Launch Date
প্রযুক্তি দুনিয়ায় উত্তেজনার ছোঁয়া, কারণ ওয়ানপ্লাস প্রস্তুত তাদের পরবর্তী কমপ্যাক্ট স্মার্টফোন OnePlus 13T বাজারে নিয়ে আসার জন্য। OnePlus 13 এবং 13R-এর পর এটি হতে চলেছে সিরিজের তৃতীয় ফোন, যেখানে থাকছে নতুন ডিজাইন, উন্নত স্পেসিফিকেশন এবং বিশেষ Quick Key ফিচার। চলুন দেখে নেওয়া যাক OnePlus 13T নিয়ে এখন পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে।
ওয়ানপ্লাস চীনের প্রেসিডেন্ট লুইস জি সম্প্রতি Weibo-তে একটি টিজার ইমেজ শেয়ার করেছেন, যেখানে ওয়ানপ্লাস ১৩টি-এর ডিসপ্লের তুলনা করা হয়েছে আইফোন ১৬ প্রো-এর সঙ্গে। ছবিতে দেখা গেছে, আসন্ন ডিভাইসে ৬.৩১ ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে থাকবে, যার চারপাশে একদম সমান বেজেল এবং গোল কোণা উপস্থিত। সেলফি ক্যামেরার জন্য মাঝখানে একটি পাঞ্চ-হোল কাটআউটও দেখা গেছে।
এছাড়াও, এতে থাকছে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত এবং সুরক্ষিত আনলক সুবিধা দেবে। ডিজাইনের দিক থেকে, ওয়ানপ্লাস ১৩টি আসছে প্রিমিয়াম গ্লাস স্যান্ডউইচ বিল্ড ও মেটাল ফ্রেমে।
লুইস জি নিশ্চিত করেছেন যে ওয়ানপ্লাস ১৩টি তিনটি আকর্ষণীয় রঙে বাজারে আসবে। যদিও নির্দিষ্ট রঙের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে এটি ওয়ানপ্লাস ১৩-এর আর্কটিক ডন, ব্ল্যাক অ্যাক্লিপস, ও মিডনাইট ওসান রঙের মতো ধারাবাহিকতা বজায় রাখবে।
ওয়ানপ্লাস ১৩টি ডিভাইসে থাকবে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, যা গেমিং ও মাল্টিটাস্কিং-এর জন্য এক আদর্শ প্রসেসর। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 1.5K AMOLED ডিসপ্লে থাকবে, যা স্ক্রলিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা করবে আরো মসৃণ ও প্রাণবন্ত।
ব্যাটারির দিক থেকে, OnePlus 13T মডেলে থাকতে পারে ৬২০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
এই ওয়ানপ্লাস ফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (OIS সহ) ও ২এক্স জুম সহ ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স পাওয়া যেতে পারে। তবে এই ডিভাইসে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা নাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
আসন্ন স্মার্টফোনে ঐতিহ্যবাহী অ্যালার্ট স্লাইডারের জায়গায় অ্যাপল স্টাইলের অ্যাকশন বাটন দেওয়া হতে পারে। এই বাটন বিভিন্ন রিং মোড স্যুইচের পাশাপাশি ব্যবহারকারীর পছন্দমতো অন্যান্য শর্টকাটেও ব্যবহার করা যাবে।
রিপোর্ট অনুযায়ী, OnePlus 13T-এর দাম হতে পারে ৪০০০-৪৫০০ ইউয়ান, অর্থাৎ প্রায় ৪৭,০০০ টাকা থেকে ৫৩,০০০ টাকার মধ্যে। OnePlus 13-এর তুলনায় এই ফোনটি একটু সাশ্রয়ী মূল্যে আসতে পারে, তবে ফিচারে কোনও কমতি থাকবে না।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পাল্টা পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ (Bangladesh)! সূত্রের খবর,…
সৌভিক মুখার্জী, কলকাতা: ছোটবেলা থেকে ইচ্ছা ছিল ফাইটার জেট চালানো। আর এই সেই ছেলেটি এখন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 মহিলা বিশ্বকাপের (2025 Women’s World Cup) টিকিট পেয়ে গেল পাকিস্তান। বৃহস্পতিবার…
আজকের দিনে দাঁড়িয়ে আধার কার্ড আর প্যান কার্ড (Pan Card) আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৩ এপ্রিল এসএসসির (SSC Case) চাকরি বাতিলের মামলায় হাই কোর্টের নির্দেশ…
প্রীতি পোদ্দার, কলকাতা: চৈত্রের সেই বিকট গরম যেন বৈশাখের বারিধারায় হারিয়ে গিয়েছে। বেলার দিকে বেশ…
This website uses cookies.