OnePlus 13T Battery: ছোট প্যাকেট বড় ধামাকা, বিশাল 6200mAh ব্যাটারির সাথে এপ্রিলে আসছে OnePlus 13T | OnePlus 13T Specification
ওয়ানপ্লাস একটি দুর্দান্ত কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোন বাজারে আনতে চলেছে, যার নাম OnePlus 13T। সংস্থা ইতিমধ্যেই একে ‘স্মল-স্ক্রিন পাওয়ারহাউস’ স্লোগানের সাথে প্রচার শুরু করেছে। কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টর থাকা সত্ত্বেও উচ্চতর পারফরম্যান্স পাওয়া যাবে নতুন মডেলটিতে। এটি OnePlus 13 সিরিজের একটি নতুন সংযোজন, যা প্রিমিয়াম ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি হয়েছে। এখন অফিসিয়াল লঞ্চের আগেই স্নার্টফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ফাঁস হয়েছে।
কোম্পানির প্রেসিডেন্ট লুই জি ওয়েইবোতে (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) নিশ্চিত করেছেন, ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ৬,০০০+ এমএএইচ গ্লেসিয়ার ব্যাটারি থাকবে। বিখ্যাত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের সাম্প্রতিক পোস্ট অনুযায়ী, এতে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি থাকবে। ওয়ানপ্লাস ১৩টি একমাত্র ফোন যার স্ক্রিনের আকার ছোট হলেও ব্যাটারি বড়।
রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১৩টি একটি ৬.৩ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লের সাথে আসবে, যা ১.৫K রেজোলিউশন অফার করবে। এটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত সবথেকে সাশ্রয়ী মূল্যের ফোন হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানি এই ফোনে গেমিং ইঞ্জিন রাখতে পারে। একটি সূত্র আনঅফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে আনলেও, আসল ডিজাইন এখনও অজানা থেকে গিয়েছে।
ওয়ানপ্লাসের এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে। রেন্ডারে ডিভাইসটির পিছনে একজোড়া ক্যামেরাই দেখা গিয়েছে। তবে একটি অতিরিক্ত ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকার কথাও শোনা যাচ্ছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: এলাকার কাছাকাছি দূরত্বে টুকটাক যাতায়াতে সকলেরই প্রথম পছন্দ ছিল টোটো। রোদ বৃষ্টির…
সৌভিক মুখার্জী, কলকাতা: বসন্তের আমেজে চাঁদিফাটা গরমে দুর্বিষহ হয়ে পড়েছে গোটা দেশবাসী। তীব্র দাবদাহে ঘরে…
ফ্ল্যাগশিপ ফোন এবার সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। গতকাল Qualcomm তাদের নেক্সট জেনারেশন Snapdragon 8s Gen…
হিরো মটোকর্প (Hero MotoCorp) তাদের ভিডা (Vida) ব্র্যান্ডের অধীনে বৈদ্যুতিক স্কুটার বিক্রি করে৷ আর আপনি…
হেলমেট ব্যবহারে উৎসাহ দিতে এবং সচেতনতা বাড়াতে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। সাম্প্রতিক কালে, হেলমেট না…
শ্বেতা মিত্র, কলকাতাঃ চৈত্রের কাঠফাটা গরমে পুড়ছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে শুরু করে পুরুলিয়া সহ…
This website uses cookies.