OnePlus 13T Launch: মুহূর্তে ফুল চার্জ হবে OnePlus 13T, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | OnePlus 13T Spotted 3C Certification
OnePlus 13T ফোনে ১.৫কে রেজোলিউশনের ৬.৩১ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
সুমন পাত্র, কলকাতা: OnePlus চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির এই নতুন হ্যান্ডসেটগুলির নাম হতে পারে OnePlus 13T (OnePlus 13 Mini), Ace 5V এবং Ace 5S। যদিও ডিভাইসগুলি কবে লঞ্চ হবে তা কোম্পানির তরফে এখনও নিশ্চিত করা হয়নি। তবে আজ চীনের 3C সার্টিফিকেশন সাইটে PKX110 মডেল নম্বর সহ একটি ফোনকে দেখা গেছে। টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের মতে, এই স্মার্টফোনের নাম রাখা হবে OnePlus 13T।
ওয়ানপ্লাস ১৩টি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর চালিত কম্প্যাক্ট ফোন হিসেবে বাজারে আসতে পারে। 3C সার্টিফিকেশন সাইট অনুযায়ী, এই ডিভাইসটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে আসতে পারে। সার্টিফিকেশন সাইটের ডেটাবেস থেকে এছাড়া ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আর কিছু জানা যায়নি।
রিপোর্ট অনুযায়ী, ওয়ানপ্লাস ১৩টি ফোনে ১.৫কে রেজোলিউশনের ৬.৩১ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে শর্ট-ফোকাস ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকতে পারে। এর পিছনে বিএস প্যানেল দেখতে পাবেন। এই ডিভাইসটি মেটাল মিডল ফ্রেম বিশিষ্ট হতে পারে। পিছনের প্যানেলে রাউন্ড ক্যামেরা মডিউল দেওয়া হবে।
ফটোগ্রাফির জন্য এই ক্যামেরা মডিউলে ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেলে টেলিফটো ক্যামেরা অন্তর্ভুক্ত থাকতে পারে। প্রসেসরের ক্ষেত্রে OnePlus 13T ফোনে ব্যবহার করা হতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট। রিপোর্টে বলা হয়েছে, এটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সহ সবচেয়ে সাশ্রয়ী ফোন হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। এতে ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।
এখানে আমরা ১০ হাজার টাকার কমে দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হওয়া ডিভাইসগুলি সম্পর্কে বলবো। এই…
Samsung Galaxy M16 5G ফোনটি ১২ হাজার টাকার কমে বাড়ি নিয়ে যাওয়া যাবে। সুমন পাত্র,…
মোটোরোলা এজ ৬০ ফিউশন ৫জি আগামী ২ এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই দিন দুপুর ১২…
জিও ইলেকট্রিক সাইকেল ই-ভেহিকল জগতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে! যারা কম দামে অসাধারণ রেঞ্জ ও…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৬শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য কী নিয়ে…
boAt Storm Infinity এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে এবং নির্বাচিত ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ১০০…
This website uses cookies.