OnePlus 13T Launched: OnePlus 13T কাস্টমাইজ বাটন ও দুর্দান্ত টেলিফটো ক্যামেরা সহ লঞ্চ হল, রয়েছে 6260mAh ব্যাটারি
পূর্ব ঘোষণা মতো ওয়ানপ্লাস আজ চীনে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13T লঞ্চ করল। এর দাম শুরু হয়েছে প্রায় ৪০,০০০ টাকা থেকে। ফিচারের কথা বললে, এই ফোনে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের কমপ্যাক্ট সাইজের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৬২৬০ এমএএইচ ব্যাটারি। আসুন OnePlus 13T এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
চীনে ওয়ানপ্লাস ১৩টি এর দাম শুরু হয়েছে ৩১৯৯ ইউয়ান থেকে (প্রায় ৪০,০০০ টাকা)। এটি মোট পাঁচটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। আগামী ৩০ এপ্রিল থেকে চীনে কেনা যাবে ফোনটি। ভারতে কবে এটি আসবে তা এখনো জানা যায়নি।
ডিসপ্লে ও ডিজাইন: ওয়ানপ্লাস ১৩টি কমপ্যাক্ট এবং প্রিমিয়াম ডিজাইন সহ এসেছে। এর সামনে দেখা যাবে ৬.৩২ ইঞ্চির OLED ফ্ল্যাট ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং রেজোলিউশন ১.৫কে। আগের মডেলগুলোর মতো অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে দেওয়া হয়েছে কাস্টমাইজযোগ্য ফাংশন বাটন।
প্রসেসর ও সফটওয়্যার: ওয়ানপ্লাস ১৩টি ডিভাইসে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। এটি ১২ জিবি ও ১৬ জিবি LPDDR5X র্যাম এবং ২৫৬ জিবি থেকে শুরু করে সর্বোচ্চ ১ টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।
ক্যামেরা: OnePlus 13T স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও আরেকটি টেলিফটো লেন্স যা ২x অপটিক্যাল জুম সাপোর্ট করবে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি: OnePlus 13T ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬২৬০ এমএএইচ ব্যাটারি, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটি IP65 রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধ করবে।
অন্যান্য ফিচার: এতে পাওয়া যাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ইনফ্রারেড সেন্সর, ডলবি অ্যাটমস সাউন্ডসহ স্টেরিও স্পিকার ইত্যাদি।
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
মে মাসের শুরুতেই একের পর এক ফল প্রকাশের তোড়জোড়। হ্যাঁ, গরমের ছুটির মধ্যেই এবার অপেক্ষার…
ভারতের কৃষকদের জন্য সুখবর! প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) যোজনার আওতায় সরকার কৃষকদের বছরে ৬০০০…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্য সরকারের কাছে 2094 কোটি টাকা বকেয়া রয়েছে সিআরপিএফের (CRPF)। হিন্দুস্তান টাইমস…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের সেন্টার অফ এক্সিলেন্সে যোগ দিতে পারেন ভারতের অন্যতম সেরা…
This website uses cookies.