OnePlus 13T Specifications: অপেক্ষা শেষ, আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে OnePlus 13T, OLED ডিসপ্লে সহ থাকবে দুর্দান্ত ক্যামেরা | OnePlus 13T Launch Date 24 April
ওয়ানপ্লাসের নতুন ফোন OnePlus 13T কয়েক দিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে। সম্প্রতি কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ফোনের রঙের অপশন এবং ডিজাইনও টিজ করা হয়েছে। এদিকে টিপস্টার অভিষেক যাদব, OnePlus 13T এর একটি টিজার পোস্টার শেয়ার করেছেন। এই টিজার থেকেও ডিভাইসটির লঞ্চের সময় সহ বিভিন্ন স্পেসিফিকেশন জানা গেছে।
সংস্থার অফিসিয়াল পোস্টার অনুযায়ী, OnePlus 13T চীনে ২৪ এপ্রিল লঞ্চ হবে। পোস্টারে ফোনটিকে তিনটি কালার অপশনে দেখা গেছে। এর ব্যাক প্যানেলের ডিজাইনও প্রকাশ্যে এসেছে। ডিভাইসটির পিছনে স্কোয়ার শেপের ক্যামেরা মডিউল থাকবে, যার মধ্যে দেওয়া হবে ডুয়েল ক্যামেরা সেটআপ, একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি অজানা সেন্সর।
ছবিতে দেখা গেছে, ওয়ানপ্লাস ১৩টি স্মার্টফোনে ফ্ল্যাট এজ ডিজাইন থাকবে, যার বাম পাশে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হবে। আর এর নীচে থাকবে স্পিকার গ্রিল, মাইক্রোফোন, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং সিম স্লট। রিপোর্টে দাবি করা হয়েছে, ফোনটি মেটাল মিডল ফ্রেম এবং গ্লাস ব্যাক সহ আসবে। আর এটি মর্নিং মিস্ট গ্রে, হার্ট বিটিং পিংক এবং ক্লাউড ইঙ্ক ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
টিপস্টার অভিষেক যাদবের মতে, ওয়ানপ্লাস ১৩টি এর সামনে দেখা যাবে ৬.৩ ইঞ্চির 1.5K ফ্ল্যাট OLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৬০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, যার সাথে LPDDR5x র্যাম এবং UFS 4.0 স্টোরেজ যুক্ত থাকবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কাস্টম স্কিনে চলবে।
ফটোগ্রাফির জন্য, ওয়ানপ্লাস ১৩টি ফোনের পিছনে ৫০ মেগাপিক্সেল Sony LYT700 সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল Samsung JN5 2x টেলিফটো সেন্সর থাকতে পারে। সেলফির জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। ওয়ানপ্লাস ১৩টি এর অন্যান্য ফিচারের মধ্যে থাকতে পারে ডুয়েল স্টেরিও স্পিকার, অ্যাকশন বাটন, রিমোট কন্ট্রোলের জন্য IR ব্লাস্টার, মেটাল ফ্রেম, NFC এবং IP68+IP69 রেটিং।
বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। কল করার পাশাপাশি বিভিন্ন কাজে…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৯শে এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন কাটতে…
সৌভিক মুখার্জী, কলকাতা: মহাকাশ অভিযানে এবার নতুন ইতিহাস লিখতে চলেছে ভারতের মহাকাশচারী। হ্যাঁ, ভারতীয় বংশদ্ভূত…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকের দিনে দাঁড়িয়ে ভারত শুধুমাত্র জনসংখ্যার দিক থেকে নয়, বরং অর্থনীতির (Indian…
সৌভিক মুখার্জী, কলকাতা: এই চাঁদিফাটা গরমে যদি আপনি এসি বা ফ্রিজ কেনার পরিকল্পনা করেন, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনকে আরও নয়া উচ্চতায় নিয়ে যেতে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটলো কেন্দ্র।…
This website uses cookies.