OnePlus Ace 5 Price: ৭০ দিনে বিক্রি ছাড়িয়েছে ১০ লক্ষ, OnePlus Ace 5 সিরিজের ফোন‌ কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের | OnePlus Ace 5 Series Sells Cross 1 Million Unit

ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন সিরিজ – OnePlus Ace 5 সিরিজ বাজারে আসতেই ঝড় তুলেছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এই সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চের ৭০ দিনের মধ্যে ১ মিলিয়ন (১০ লাখ) ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে চীনে এই সিরিজের ফোনগুলি লঞ্চ হয়েছিল। OnePlus Ace 5 সিরিজের ডিভাইসগুলি চমৎকার ফিচার সহ বাজারে এসেছে। এই সিরিজে আছে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং প্রযুক্তি এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ। চলুন জেনে নেওয়া যাক এই সিরিজের দাম ও স্পেসিফিকেশন।

READ MORE:  কম দামে ছোট ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus, এখন থেকেই চাপের মধ্যে অ্যাপল, স্যামসাং-রা

OnePlus Ace 5 ও Ace 5 Pro এর দাম

ওয়ানপ্লাস এস ৫ এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৮০০ টাকা) এ রাখা হয়েছে। আবার এর টপ মডেল ১৬ জিবি র‌্যাম + ১ টিবি (সিরামিক) ভ্যারিয়েন্টের দাম ৩,৩৯৯ (প্রায় ৪০,৮০০ টাকা)।

অন্যদিকে, ওয়ানপ্লাস এস ৫ প্রো এর ১২ জিবি র‌্যাম + ২৫৫ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৭০০ টাকা) এবং টপ-এন্ড ১৬ জিবি র‌্যাম + ১ টিবি (সিরামিক) এর মূল্য ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৯০০ টাকা) রাখা হয়েছে।

READ MORE:  Oppo Reno 14 Pro Features: অ্যাপলের স্টাইলে দুর্ধর্ষ ফোন আনছে Oppo, ক্যামেরায় থাকবে বিরাট চমক | Oppo Reno 14 Pro Launch expected in June 2025

OnePlus Ace 5 সিরিজের ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এস ৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর অফার করে। ওয়ানপ্লাসের এই ফোনে ৬৪১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এদিকে, সিরিজের প্রো ভেরিয়েন্টে ৬১০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। এতে ১০০ ওয়াট চার্জিং এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট রয়েছে। দুটি ফোনেরই অন্যান্য স্পেসিফিকেশন একই। এগুলিতে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চির মাইক্রো কোয়াড কার্ভড বিওই এক্স২ ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।

READ MORE:  Samsung Galaxy F55 5G Discount: ১১ হাজার টাকা সস্তা, Samsung এর ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন বিরাট সস্তায় কেনার সুযোগ | Samsung Galaxy F55 5G 50MP Camera

উভয় ফোনেই ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য দুটি ফোনেই পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হাই পারফরম্যান্স গেমিংয়ের জন্য এই ফোনগুলিতে ‘স্টর্ম গেম কোর’ প্রযুক্তি রয়েছে।

Scroll to Top