OnePlus Ace 5 Price: ৭০ দিনে বিক্রি ছাড়িয়েছে ১০ লক্ষ, OnePlus Ace 5 সিরিজের ফোন কিনতে হুড়োহুড়ি ক্রেতাদের | OnePlus Ace 5 Series Sells Cross 1 Million Unit
ওয়ানপ্লাসের নতুন স্মার্টফোন সিরিজ – OnePlus Ace 5 সিরিজ বাজারে আসতেই ঝড় তুলেছে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এই সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চের ৭০ দিনের মধ্যে ১ মিলিয়ন (১০ লাখ) ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। গতবছর অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বরে চীনে এই সিরিজের ফোনগুলি লঞ্চ হয়েছিল। OnePlus Ace 5 সিরিজের ডিভাইসগুলি চমৎকার ফিচার সহ বাজারে এসেছে। এই সিরিজে আছে ১০০ ওয়াট পর্যন্ত চার্জিং প্রযুক্তি এবং দুর্দান্ত ক্যামেরা সেটআপ। চলুন জেনে নেওয়া যাক এই সিরিজের দাম ও স্পেসিফিকেশন।
ওয়ানপ্লাস এস ৫ এর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৮০০ টাকা) এ রাখা হয়েছে। আবার এর টপ মডেল ১৬ জিবি র্যাম + ১ টিবি (সিরামিক) ভ্যারিয়েন্টের দাম ৩,৩৯৯ (প্রায় ৪০,৮০০ টাকা)।
অন্যদিকে, ওয়ানপ্লাস এস ৫ প্রো এর ১২ জিবি র্যাম + ২৫৫ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৭০০ টাকা) এবং টপ-এন্ড ১৬ জিবি র্যাম + ১ টিবি (সিরামিক) এর মূল্য ৪,৬৯৯ ইউয়ান (প্রায় ৫৪,৯০০ টাকা) রাখা হয়েছে।
ওয়ানপ্লাস এস ৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর অফার করে। ওয়ানপ্লাসের এই ফোনে ৬৪১৫ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। এদিকে, সিরিজের প্রো ভেরিয়েন্টে ৬১০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত। এতে ১০০ ওয়াট চার্জিং এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট রয়েছে। দুটি ফোনেরই অন্যান্য স্পেসিফিকেশন একই। এগুলিতে পাওয়া যাবে ৬.৭৮ ইঞ্চির মাইক্রো কোয়াড কার্ভড বিওই এক্স২ ডিসপ্লে, যার রেজোলিউশন 1.5K। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
উভয় ফোনেই ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এর মধ্যে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। সেলফির জন্য দুটি ফোনেই পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। হাই পারফরম্যান্স গেমিংয়ের জন্য এই ফোনগুলিতে ‘স্টর্ম গেম কোর’ প্রযুক্তি রয়েছে।
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে…
Oppo আগামী ২০ মার্চ ভারতে F29 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে দুটি…
স্মার্টফোনকে জল এবং ধুলো থেকে সুরক্ষিত রাখা একটা বড় চ্যালেঞ্জ। এই কারণে ব্র্যান্ডগুলি ফোনের বিল্ড…
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের ফোন কিনতে চান, তাহলে Realme GT 7 Pro আপনার…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৯শে মার্চ, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) আপনার জন্য আজ কী…
জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল…
This website uses cookies.