লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus Ace 5 Supreme Edition Specification: ফ্যানদের জন্য সুখবর, ফাঁস হল OnePlus Ace 5 Supreme ও Racing Edition-এর গোপন ফিচার

Published on:

সম্প্রতি লঞ্চ হয়েছে OnePlus 13T ফ্ল্যাগশিপ স্মার্টফোন। এর পরপরই ওয়ানপ্লাস চায়নার প্রেসিডেন্ট লি জিয়ে ঘোষণা করেছেন যে, তারা আগামী মে মাসে Ace ব্র্যান্ডের একাধিক নতুন ডিভাইস বাজারে আনবে। আশা করা হচ্ছে এই ডিভাইসগুলো হবে Ace 5 সিরিজের, যার মধ্যে থাকবে OnePlus Ace 5s, OnePlus Ace 5 Supreme Edition এবং OnePlus Ace 5 Racing Edition। এরমধ্যে শেষ দুটি মডেল সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন। আসুন তিনি কি কি জানিয়েছেন দেখে নেওয়া যাক।

READ MORE:  Xiaomi Holi Sale Offer: হোলি উপলক্ষে দারুন অফার, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Redmi স্মার্টফোনে ফাটাফাটি ছাড় দিচ্ছে Xiaomi | 200 Megapixel Smartphone

OnePlus Ace 5 Supreme Edition ও 5 Racing Edition এর সম্ভাব্য ফিচার

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওয়ানপ্লাস এস ৫ রেসিং এডিশন হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ই চিপসেটের সাথে আসা প্রথম স্মার্টফোন। এই চিপসেট ডাইমেনসিটি ৯৩০০ প্লাস এর একটি আপগ্রেডেড ভার্সন হবে। বিশেষ করে গেমারদের জন্য আনা এই ফোনে ওয়ানপ্লাসের নিজস্ব Fengchi Gaming Kernel যুক্ত থাকবে বলে টিপস্টার জানিয়েছেন।

READ MORE:  Oppo F29 5G Specifications: দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Oppo F29 সিরিজ, শক্তির নিরিখে অন্যান্য ফোন ফেল! | Oppo F29 5G Launch Date

ডিজাইনের কথা বললে Ace 5 Racing Edition এর সামনে দেখা যাবে ৬.৭৭ ইঞ্চি OLED LTPS ফ্ল্যাট ডিসপ্লে। এতে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সামনে থাকবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

READ MORE:  Oppo F29 5G 50 Sale: কয়েক মিনিট পরেই শুরু হচ্ছে সেল, Oppo F29 5G সবচেয়ে কম দামে কেনার দারুন সুযোগ | Oppo F29 5G 50 Price

অন্যদিকে, OnePlus Ace 5 Supreme Edition স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৪০০ প্লাস প্রসেসরের সাথে আসবে। এটি মিডিয়াটেকের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী চিপসেট হবে। ডিসপ্লে ও ব্যাটারি রেসিং এডিশনের মতো হতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.