লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus Ace 5S Specification: 7,000mAh ব্যাটারির দুর্দান্ত ফোন আনছে OnePlus, সাথে থাকবে অসাধারণ প্রসেস | OnePlus Ace 5S Display

Published on:

ফ্ল্যাগশিপ ফিচার্সের সঙ্গে OnePlus Ace 5 ও Ace 5 Pro গত বছরের অন্তিম সময়ে চীনে আত্মপ্রকাশ করেছিল। গত মাসে একটি সূত্র থেকে জানা গিয়েছে, ওয়ানপ্লাস চলতি বছরের প্রথমার্ধে চীনে আরও তিনটি ফোন লঞ্চ করবে। সেই তালিকায় Snapdragon 8 Elite প্রসেসর চালিত OnePlus 13T (OnePlus 13 Mini নামেও আসতে পারে) রয়েছে। আর বাকি দুটি Ace-ব্র্যান্ডেড মডেল হবে বলে আশা করা হচ্ছে। যার মধ্যে একটি ফোন হল Dimensity 9350 প্রসেসর চালিত Ace 5V। এবং অন্য ফোনটির নাম হতে পারে Ace 5S।

READ MORE:  OnePlus Nord CE4 Lite 5G Price: মাসে মাত্র ৮৭৩ টাকা দিয়ে OnePlus Nord CE4 Lite 5G ফোন, সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার | Best Smartphone Under 20000 Rupees

OnePlus Ace 5S স্পেসিফিকেশন (সম্ভাব্য)

স্মার্টফোন ইন্ডাস্ট্রির ভেতরের খবর ফাঁস করার জন্য জনপ্রিয়, বিখ্যাত চীনা টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, OnePlus Ace 5S মিডিয়াটেকের শক্তিশালী Dimensity 9400+ প্রসেসর দ্বারা চালিত হবে। চিপটি আগামী ১১ এপ্রিল বিদ্যমান Dimensity 9400 প্রসেসরের ওভারক্লকড সংস্করণ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। এটা গেল অভ্যন্তরের কথা। স্মার্টফোনটির সামনের দিকে ৬.৮৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে।

READ MORE:  Vivo Y300 Pro Plus: ২৪ জিবি র‌্যাম সহ এই মাসেই লঞ্চ হচ্ছে Vivo Y300 Pro+, লং লাস্টিং ব্যাটারি সহ থাকবে ৫১২ জিবি স্টোরেজ | Vivo Y300 Pro Plus Launch Date 31 March

OnePlus Ace 5S-এর ডিসপ্লেটি ফ্ল্যাট এলটিপিএস ওলেড প্যানেল বলেই জানা যাচ্ছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫K রেজোলিউশন সমর্থন করবে। ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে, তবে এতে টেলিফটো লেন্স থাকবে না। পিছনের প্যানেলের নকশাটি ন্যূনতম হতে চলেছে, যা পূর্বসূরিতে অবস্থিত বৃত্তাকার ক্যামেরা মডিউল থেকে কিছুটা আলাদা।

READ MORE:  হ্যাক হবে না ফোন, পাওয়া যাবে AI ফিচার, OnePlus Nord সিরিজের ফোনে এল নতুন OxygenOS আপডেট | OnePlus Nord 3 Nord 4 OxygenOS 15 Update in India

ওয়ানপ্লাস এস ৫এস প্রায় ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি অফার করতে পারে। ফোনটি ৮০ ওয়াট অথবা ১০০ দ্রুত চার্জিং সাপোর্ট প্রদান করবে বলে ধারণা করা হচ্ছে। ডিভাইসটির একটি উল্লেখযোগ্য পরিবর্তন হবে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে ‘ম্যাজিক কিউব’ বাটনের অর্ন্তভুক্তি। আর কোম্পানি এমনিতেও জানিয়েছে যে, তারা আইকনিক অ্যালার্ট স্লাইডারকে একটি নতুন বোতাম দিয়ে প্রতিস্থাপন করার পরিকল্পনা করছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.