OnePlus Nord 4 5G Discount: এক ধাক্কায় ৮ হাজার টাকা দাম কমলো OnePlus Nord 4 5G স্মার্টফোনের, সেরা ক্যামেরা সহ আছে দুর্দান্ত ফিচার | OnePlus Nord 4 5G Price

আপনি যদি ৩০ হাজার টাকার মধ্যে নতুন স্মার্টফোন খোঁজ করে থাকেন তাহলে OnePlus Nord 4 5G বেছে নিতে পারেন। ই-কমার্স সাইট অ্যামাজনে ফোনটি ধামাকা ডিসকাউন্টে কেনা যাবে। প্রায় ৮,০০০ টাকা ছাড়ে কেনা যাবে ডিভাইসটি। এই হ্যান্ডসেটে আছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা, ৫৫০০ এমএএইচ ব্যাটারি। আসুন স্মার্টফোনটি অফারে কত দামে কেনা যাবে দেখে নেওয়া যাক।

OnePlus Nord 4 5G এর উপর ফ্লাট ডিসকাউন্ট

ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৩২,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এটি ১২ শতাংশ ডিসকাউন্টে বিক্রি হচ্ছে। এরপর ফোনটি ২৮,৯৭৮ টাকায় তালিকাভুক্ত হয়েছে। এর সাথে ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।

READ MORE:  ২১ হাজার টাকার ফায়দা, শুরু হচ্ছে Samsung Galaxy S25 সিরিজের ডেলিভারি

আপনার কাছে যদি এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে তাহলে আরও ৪,০০০ টাকা ছাড়ে কেনা যাবে ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি ডিভাইসটি। এটি ৬ মাসের নো কস্ট ইএমআই অফারেও কেনা যাবে। এর ইএমআই শুরু হবে ১,৪০৬ টাকা থেকে। আবার পুরানো ফোন এক্সচেঞ্জ করে ২২,৮০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মিলবে।

OnePlus Nord 4 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওয়ানপ্লাস নর্ড ৪ ৫জি গতবছর জুলাইয়ে লঞ্চ হয়েছিল। এতে আছে আইপি৬৫ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং। এর সামনে দেখা যাবে ৬.৭৪ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ প্লাস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

READ MORE:  OnePlus 13R AI Features: ক্যামেরা হয়ে যাবে ঝাক্কাস, OnePlus এর এই ফোনে এল নতুন সফটওয়্যার আপডেট | OnePlus 13R Getting OxygenOS 15 Update

ফটোগ্রাফির জন্য, OnePlus Nord 4 5G ডিভাইসে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  Samsung এর Galaxy S25 নাকি iPhone 16 : প্রিমিয়াম কোন স্মার্টফোনটা ভালো?
Scroll to Top