OnePlus Nord 4 Discount: বিরাট ডিসকাউন্ট, ৭ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে OnePlus Nord 4, কোথায় রয়েছে এই অফার | OnePlus Nord 4 Price
প্রয়োজন ও বাজেট অনুযায়ী সঠিক স্মার্টফোন খুঁজে বের করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বর্তমান সময়ে যখন বাজারে প্রচুর বিকল্প উপস্থিত। তবে আপনার যদি ওয়ানপ্লাস ব্র্যান্ডের ফোন ভালো লাগে তাহলে এটা দুর্দান্ত সুযোগ হতে পারে। কারণ ৭ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে কোম্পানির একটি জনপ্রিয় মডেল OnePlus Nord 4। এই ৫জি ফোনের উপর রয়েছে আকর্ষণীয় ছাড়।
এই মুহূর্তে, ২৫৬ জিবি স্টোরেজ সহ OnePlus Nord 4 5G এর দাম অ্যামাজনে ৩২,৯৯৯ টাকা। এই দামেই স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল। তবে অ্যামাজনে ৯ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে, যার ফলে দাম মাত্র ২৯,৯৯৯ টাকায় নেমে এসেছে। এই দুর্দান্ত ডিলের পাশাপাশি, কোম্পানিটি বিভিন্ন ব্যাংক এবং এক্সচেঞ্জ অফারও দিচ্ছে।
যারা আরও বেশি টাকা সঞ্চয় করতে চান, তাদের জন্য ওয়ানপ্লাস নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ডে বড় ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেমন স্মার্টফোনের উপর ৪,০০০ টাকা ছাড় পেতে পারেন। এই অফারটি স্মার্টফোনের দাম কমিয়ে এনেছে ২৫,৯৯৯ টাকায়। তবে অফার এখানেই শেষ নয়।
গ্রাহকদের জন্য একটি লোভনীয় এক্সচেঞ্জ অফারও দিচ্ছে অ্যামাজন। যদি আপনার একটি পুরানো স্মার্টফোন থাকে, তাহলে আপনি এটি বদলে ২২,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন, যা আপনাকে উল্লেখযোগ্য সাশ্রয় করতে দেবে। শুধু মনে রাখবেন যে এক্সচেঞ্জ মূল্য আপনার পুরানো ডিভাইসের অবস্থার উপর নির্ভর করবে।
২০২৪ সালের জুলাইয়ে লঞ্চ হয়েছে OnePlus Nord 4। এই ৫জি ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট। স্মার্টফোনে সফ্টওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড ১৪। প্রসেসর হিসেবে মিলবে স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩। ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য রয়েছে ডুয়াল ক্যামেরা সিস্টেম, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর উপস্থিত। সেলফি এবং ভিডিয়ো কলের জন্য, এতে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৭ই মার্চ, সোমবার। আজ আপনার দিন কেমন কাটবে? তা জানতে অবশ্যই…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আপনি কি সরকারি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রইল…
শ্বেতা মিত্র, কলকাতা: ভবিষ্যতের চিন্তা কার না থাকে। আপনারও আছে নিশ্চয়ই? অনেকেই আছেন যারা ভবিষ্যতের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ গ্রীষ্মকালে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় বাড়ির ট্যাংকের গরম জল। দুপুরের কড়া…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন?…
অ্যাপলের নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন, iPhone 16e। এক রিপোর্টে দাবি, এই স্মার্টফোন সাড়া ফেলেছে বাজারে। কোম্পানির…
This website uses cookies.