OnePlus Nord CE 4 Discount: বিরাট সস্তায় দুর্দান্ত ক্যামেরার OnePlus Nord CE 4 ফোন, ৫৫০০ টাকা ডিসকাউন্ট | OnePlus Nord CE 4 50MP Rear Camera

আপনার পকেটে যদি ২০,০০০ টাকা থাকে এবং আপনি এই রেঞ্জে নতুন ফোন কিনতে চান তাহলে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে ঢুঁ মারুন। এই শপিং প্ল্যাটফর্মে এখন লঞ্চ প্রাইসের চেয়ে ৫,৫০০ টাকা কম দামে বিক্রি হচ্ছে OnePlus Nord CE 4 স্মার্টফোন। এর সাথে কুপন ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফারের সুবিধা পাওয়া যাবে। এছাড়া ক্রেতারা পুরানো ফোন এক্সচেঞ্জ করেও ছাড় পাবেন।

ফিচার নিয়েও চিন্তার কিছু নেই। মিড-রেঞ্জ সেগমেন্টে OnePlus Nord CE 4 শক্তিশালী বিল্ড কোয়ালিটি এবং প্রিমিয়াম ফিনিস সহ দুর্দান্ত ডিজাইন অফার করে। আবার এই ফোনে আছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ১০৮০x২৪১২ পিক্সেল। এই ডিসপ্লে ২০.১: ৯ অ্যাসপেক্ট রেশিও ও ১১০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিভাইসটি IP54 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ এসেছে।

READ MORE:  S25 সিরিজের পর ফোল্ডেবল ফোন লঞ্চের প্রস্তুতি শুরু করল Samsung, ফাঁস ক্যামেরা, চিপসেট ডিটেলস

ফটোগ্রাফির জন্য ওয়ানপ্লাস নর্ড সিই ৪ এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওআইএস) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স উপস্থিত। সেলফি ও ভিডিও কলের জন্য এতে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই হ্যান্ডসেটে ৫৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, মাত্র ২৯ মিনিটেই ফোনটি শূন্য থেকে ফুল চার্জ হয়ে যাবে।

READ MORE:  এই Samsung ফোন ব্যবহারকারীদের মাথায় বাজ, অ্যান্ড্রয়েড ১৫ হতে যাচ্ছে শেষ আপডেট | Samsung Galaxy Smartphone Get Last Android 15 Update

OnePlus Nord CE 4 এর সাথে ধামাকা অফার

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ অনলাইন শপিং সাইট অ্যামাজনে ছাড়ের পর ২১,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। এই মূল্য ডিভাইসের ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ওয়ানকার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ২০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পাওয়া যায়।

উল্লেখ্য, ডিভাইসটি গত বছর ২৪,৯৯৯ টাকায় লঞ্চ হয়েছিল। অর্থাৎ ব্যাঙ্ক অফারের পর ফোনটি লঞ্চের সময়ের থেকে ৫,৫০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ক্রেতারা যদি এক্সচেঞ্জ ডিসকাউন্টের সুবিধা নিতে চান তবে দাম আরও কমানো যাবে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Vivo X300 সিরিজ, থাকবে বাঘা বাঘা চার মডেল

Scroll to Top