লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus Nord CE 4 Discount: সীমিত সময়ের অফার! হাজার হাজার টাকা ডিসকাউন্টে 100W ফাস্ট চার্জিংয়ের OnePlus Nord CE 4 ফোন | OnePlus Nord CE 4 Price in India

Published on:

25 হাজার টাকার কম দামে নতুন ফোন কিনতে চাইলে অ্যামাজনে আপনার জন্য দুর্দান্ত ডিল রয়েছে। এই ডিলটি OnePlus Nord CE 4 এর উপর পাওয়া যাচ্ছে। যারপর স্মার্টফোনটির 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট 11 শতাংশ ডিসকাউন্টে 23,998 টাকায় কেনা যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে ডিভাইসটি 2 হাজার টাকা ডিসকাউন্ট সহ কেনা যাবে।

আবার এর সাথে প্রায় 720 টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এক্সচেঞ্জ অফারের মাধ্যমে OnePlus Nord CE 4 কিনতে চাইলে 22,700 টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। তবে মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে পাওয়া ডিসকাউন্ট আপনার পুরানো ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

READ MORE:  Realme সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফোন আনছে, ভ্যালেন্টাইনস ডে’র আগেই লঞ্চ

OnePlus Nord CE 4 এর ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড সিই 4 ফোনে 2412×1080 পিক্সেল রেজোলিউশনের 6.7 ইঞ্চি ডিসপ্লে আছে। এতে ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 1100 নিটস। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 7 জেন 3 ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসের পিছনের প্যানেলে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশসহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান।

READ MORE:  Motorola Edge 50 Price Cut: ৭০০০ টাকা দাম কমলো Motorola-র লোহার মতো ফোনের, পড়েও ভাঙবে না, জল লাগলেও নষ্ট হবে না | Motorola Edge 50 with Military Grade Certification

এর মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্সের সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের এই ফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

অপারেটিং সিস্টেমের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই 4 হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অক্সিজেন ওএস 14 কাস্টম স্কিনে চলবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। এটি সেলাডন মার্বেল এবং ডার্ক ক্রোম কালার অপশনে এসেছে।

READ MORE:  ট্রিপল ক্যামেরা ও 70W ফাস্ট চার্জ ফিচার্সের সঙ্গে দুর্দান্ত ফোন আনছে Tecno, লঞ্চ শীঘ্রই

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.