OnePlus Nord CE4 Lite 5G Price: মাসে মাত্র ৮৭৩ টাকা দিয়ে OnePlus Nord CE4 Lite 5G ফোন, সেরা ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার | Best Smartphone Under 20000 Rupees

বাজেট স্মার্টফোন সেগমেন্টে ফিচার ও ডিজাইনের সঠিক ভারসাম্য দিচ্ছে OnePlus Nord CE4 Lite। এই স্মার্টফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডিসপ্লে’র রেজোলিউশন ১০৮০ × ২৪০০ পিক্সেল। এই ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ২১০০ নিটস পর্যন্ত।

মাল্টিটাস্কিংয়ের জন্য ফোনে প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি চিপসেট। ফটোগ্রাফির ক্ষেত্রে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। যার মধ্যে প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা ২ মেগাপিক্সেল। ফ্রন্টে সেলফির জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

READ MORE:  Realme P3x 5G হবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ প্রসেসরের প্রথম ফোন

অ্যাপ, ফাইল, ছবি ভিডিয়ো সেভ করার জন্য স্টোরেজ রয়েছে ভরপুর। OnePlus Nord CE4 Lite 5G ডিভাইসে ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্প রয়েছে। আজকাল ফোনের অত্যধিক ব্যবহারের কারণে ব্যাটারির উপর বিশাল চাপ পড়ে। তা সামলানোর জন্য মজুত ৫৫০০mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং সঙ্গে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং।

READ MORE:  OnePlus Nord 4 5G Discount: সীমিত সময়ের অফার, OnePlus Nord 4 5G স্মার্টফোনে ৪০০০ টাকা ছাড়, ২৮ মিনিটে হবে ফুল চার্জ | OnePlus Nord 4 5G Price

ফিচার্স ও স্পেসিফিকেশনের নিরিখে এই সেগমেন্টে অন্যতম দাবিদার ওয়ানপ্লাসের এই ডিভাইস। তবে এটি কেনার আগে অবশ্যই আপনার প্রয়োজনীয়তা এবং চাহিদা বুঝেই সিদ্ধান্ত নেবেন।

OnePlus Nord CE4 Lite 5G ফোনের দাম ও অফার

OnePlus Nord CE4 Lite ৫জি ফোনের ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম Amazon-এ ২০,৯৯৯ টাকা। তবে, সেলের সময় আপনি এই ফোনটি আরও সস্তায় কিনতে পারবেন। ব্যাংক কার্ডের মাধ্যমে এর সাথে ১৫০০ টাকার আলাদা ছাড় পাওয়া যাবে। এটির EMI শুরু নূন্যতম ৮৭৩ টাকা থেকে।

READ MORE:  ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা সহ আসছে Vivo X300 সিরিজ, থাকবে বাঘা বাঘা চার মডেল

Scroll to Top