লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

OnePlus Pad Go Price: অবিশ্বাস্য অফার, ১৫ হাজার টাকার কমে OnePlus Pad Go, লঞ্চের পর সবচেয়ে সস্তায় | OnePlus Pad Go Offer

Published on:

অঙ্কিতা মন্ডল, কলকাতা: ট্যাবলেট কেনার কথা চিন্তা ভাবনা করলে এবং OnePlus আপনার প্রিয় ব্র্যান্ড হলে সুখবর। ই-কমার্স প্ল্যাটফর্মে ওয়ানপ্লাসের একটি জনপ্রিয় ট্যাবলেট এই মুহূর্তে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। আমরা কথা বলছি OnePlus Pad Go সম্পর্কে। এই ট্যাবে আছে ৮ জিবি র‍্যাম, ১১.৩৫ ইঞ্চি ডিসপ্লে সহ শক্তিশালী প্রসেসর এবং ব্যাটারি। অফারে এটি ১৫ হাজার টাকারও কম মূল্যে কেনা সম্ভব।

লঞ্চের সময় OnePlus Pad Go-র দাম

ওয়ানপ্লাস প্যাড গো ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। ট্যাবলেটটি ওয়াই-ফাই এবং LTE উভয় মডেলে উপলব্ধ। লঞ্চের সময়ে, ভারতে এর দাম ১২৮ জিবি (ওয়াই-ফাই) ভ্যারিয়েন্টের দাম ছিল ১৯,৯৯৯ টাকা, আর ১২৮ জিবি (ওয়াইফাই + LTE) ভ্যারিয়েন্টের দাম ২১,৯৯৯ টাকা। ট্যাবের ২৫৬ জিবি (ওয়াইফাই + LTE) ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা ছিল। এটি শুধুমাত্র টুইন মিন্ট কালার অপশনে লঞ্চ হয়েছিল।

READ MORE:  Xiaomi আছে সবার শেষে, বিশ্বের সেরা পাঁচ ট্যাবলেট সেলিং ব্র্যান্ডের মধ্যে কে কে আছে

এদিকে অফারে অ্যামাজনে এই ট্যাবের ১২৮ জিবি (ওয়াই-ফাই) ভ্যারিয়েন্টটি ১৬,৯৯৯ টাকায় তালিকাভুক্ত, যা লঞ্চের সময়ের থেকে পুরো ৩,০০০ টাকা কম। ব্যাঙ্ক অফারে আরও ২,০০০ টাকা ছাড় পাওয়া যাবে, যার ফলে এর মূল্য কমে দাঁড়াবে ১৪,৯৯৯ টাকায়। এর সাথে এক্সচেঞ্জ অফারও পাওয়া যাচ্ছে।

OnePlus Pad Go এর ফিচার

ওয়ানপ্লাস প্যাড গো ট্যাবে ১১.৩৫-ইঞ্চি ২.৪কে (২৪০৮x১৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে, যা ফিক্সড ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি৯৯ চিপসেট, ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবলেটে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (EIS) সাপোর্ট সহ ৮-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮-মেগাপিক্সেল ক্যামেরা উপস্থিত।

READ MORE:  ৫০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, কম দামে কিনুন OnePlus Pad 2 ও OnePlus Pad Go ট্যাবলেট

ব্যাটারি ব্যাকআপের কথা বললে, ওয়ানপ্লাস প্যাড গো তে ৮০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির দাবি এটি ৫১৪ ঘণ্টা স্ট্যান্ডবাই টাইম দেবে। সাউন্ডের জন্য, ট্যাবে ওমনিবিয়ারিং সাউন্ড ফিল্ড এবং ডলবি অ্যাটমস কোয়াড স্পিকার আছে।

এই ট্যাবে পাওয়া কানেক্টিভিটি অপশনগুলোর মধ্যে আছে ওয়াই-ফাই ৫, ব্লুটুথ ৫.২ এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। ট্যাবলেটে জিওম্যাগনেটিক সেন্সর, লাইট সেন্সর, অ্যাক্সিলারেশন সেন্সর, জাইরোস্কোপ এবং হল সেন্সরও রয়েছে এবং এতে ফেস আনলক ফিচারও অন্তর্ভুক্ত।

READ MORE:  Amazon 5G Superstore offer: Amazon ৫জি সুপারস্টোরে দারুন অফার, জলের দরে কিনুন OnePlus 12R | OnePlus 12R Discount

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.