Oppo A3i Plus Launched: ৩০ মিনিটেই হাফ চার্জ হবে ব্যাটারি, এবার ২৪ জিবি র‍্যামের স্মার্টফোন বাজারে আনল Oppo | Oppo A3i Plus Price

ওপ্পো ক্রেতাদের জন্য একটি নতুন ফাইভ-জি ফোন নিয়ে হাজির হল। নতুন ফোনটির নাম Oppo A3i Plus। টেকসই ও মজবুতি এই স্মার্টফোনের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়া, উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে ফাইভ স্টার ড্রপ রেজিট্যান্স সার্টিফিকেশন, লং-লাস্টিং ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, এবং বিভিন্ন এআই ফাংশন।

Oppo A3i Plus: স্পেসিফিকেশন

ওপ্পোর এই ফোন ৬.৬৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, এফএইচডি+ (২৪১২x১০৮০ পিক্সেল) রেজোলিউশন, ও ১২০০ নিট পিক ব্রাইটনেস অফার করছে। ১২ জিবি ফিজিক্যাল র‍্যাম + ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ অপশন থাকছে। স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ব্যবহার করা হয়েছে এতে। ফটোগ্রাফির জন্য, ফোনটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স সহ ডুয়েল ক্যামেরা রয়েছে।

READ MORE:  Flipkart OMG Sale: চারটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দুর্ধর্ষ ফিচারের Oppo Find X8 Pro ফোনে ৯৯৯৯ টাকা ছাড় | Oppo Find X8 Pro 50MP Quad Camera

সেলফি ও ভিডিও কলের জন্য, Oppo A3i Plus-এর সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ৪৫ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি আছে। ওপ্পো দাবি করছে যে ৩০ মিনিটেই অর্ধেক চার্জ হয়ে যাবে। আবার চার বছর পরেও ব্যাটারি তার এফিশিয়েন্সি ধরে রাখবে বলে জানিয়েছে সংস্থা। সফটওয়্যারের ক্ষেত্রে, এটি অ্যান্ড্রয়েড ১৪ নির্ভর কালারওএস ১৪ কাস্টম স্কিনে রান করবে।

READ MORE:  Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

Oppo A3i Plus: দাম

ওপ্পোর নতুন ফোনটি চীন দুটি মেমরি অপশনে পাওয়া যাবে। বেস ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের দাম ১,২৯৯ ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৫০০ টাকা। আর ৫১২ জিবি স্টোরেজ যুক্ত মডেলটির দাম ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,৯০০ টাকা)। এটি গ্লোবাল মার্কেটে আসবে কিনা তা এখনও জানা যায়নি।

READ MORE:  Samsung Galaxy S23 Ultra Discount: চমৎকার ক্যামেরা, অর্ধেক দামে Samsung Galaxy S23 Ultra, মিলছে ৭৯ হাজার টাকা ডিসকাউন্ট | 200 Megapixel Camera Samsung Galaxy S23 Ultra

Scroll to Top