Oppo A5 Launched: অ্যামোলেড ডিসপ্লে, 12 জিবি র্যাম, ও বিশাল 6500mah ব্যাটারির সঙ্গে লঞ্চ হল Oppo A5 | Oppo A5 Price
Oppo A5 জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল। পূর্বসূরী A4 মডেলটির তুলনায় একঝাঁক আপডেট পেয়েছে নতুন মডেলটি। আগের এইচডি+ এলসিডি ডিসপ্লের জায়গায় যুক্ত হয়েছে উচ্চ ফুল এইচডি+ রেজোলিউশনের AMOLED ডিসপ্লে। এটি আবার ক্রিস্টাল গ্লাস দিয়ে সুরক্ষিত। তবে ফোনটির সবচেয়ে বড় হাইলাইট হল ব্যাটারি। বাজেট ফ্রেন্ডলি সেগমেন্টে বিক্রিত ফোনগুলিতে এত পাওয়ারফুল ব্যাটারি দেখা যায় না। চলুন নতুন এই স্মার্টফোনের দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
ওপ্পো এ৫ একটি ৬.৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে, যার রেজোলিউশন ফুল-এইচডি+, রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ও সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিট। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর রয়েছে এই ফোনে। ৮ জিবি/১২ জিবি র্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম এবং কালারওএস ১৫ কাস্টম স্কিনে রান করে।
ফটোগ্রাফির জন্য, ওপ্পো এ৫ এর ব্যাক প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ৮ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। এতে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
বড় ক্যাপাসিটির ব্যাটারি থাকা সত্ত্বেও, ওপ্পোর নতুন ফোন আশ্চর্যজনকভাবে ৭.৬৬ মিমি স্লিম প্রোফাইল বজায় রাখতে সক্ষম হয়েছে। ওজন ১৮৯ গ্রাম। এতে কনট্যাক্টলেস অর্থপ্রদানের জন্য এনএফসি ব্যবস্থা রয়েছে। আবার আইপি৬৯ রেটিংও আছে, যার অর্থ এটি ধুলো এবং জল থেকে ভালভাবে সুরক্ষিত।
ওপ্পো এ৫ চীনে চারটি মেমরি ভেরিয়েন্টে পাওয়া যাবে।, বেস ৮ জিবি + ১২৮ জিবি মডেলটির দাম ১,২৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৫০০ টাকা। এটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে—ডায়মন্ড পিঙ্ক, মাইকা ব্লু এবং জিরকন ব্ল্যাক। ফোনটি চীনের বাইরে কবে লঞ্চ হবে সেই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি কোম্পানি।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.