Oppo A5 Pro 4G Launched: সস্তায় ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সহ Oppo A5 Pro (4G) লঞ্চ হল, রয়েছে ৫৮০০mAh ব্যাটারি
ওপ্পো তাদের নতুন স্মার্টফোন Oppo A5 Pro (4G) লঞ্চ করল। আপাতত মালয়েশিয়ায় পা রেখেছে ফোনটি। এই ডিভাইসটি কেবলমাত্র একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। Oppo A5 Pro (4G) এর দাম রাখা হয়েছে ৮৯৯ রিঙ্গিত (প্রায় ১৮ হাজার টাকা)। মোচা ব্রাউন এবং অলিভ গ্রিন কালারে পাওয়া যাবে হ্যান্ডসেটটি। এই ফোনে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আসুন এর সমস্ত স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ওপ্পো এ৫ প্রো (৪জি) ফোনে ১৬০৪x৭২০ পিক্সেল রেজোলিউশনের ৬.৬৭-ইঞ্চি HD+ LCD প্যানেল আছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং ব্রাইটনেস লেভেল ১০০০ নিট। স্মার্টফোনটি ৮ জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি UFS 2.1 স্টোরেজ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ চিপসেট।
ওপ্পো ডিভাইসে আইপি৬৯ ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং আছে। এটি ৩০ মিনিট পর্যন্ত ১.৫ মিটার পর্যন্ত জলের গভীরে ঠিক থাকতে পারে। ফোনটি ১৪টি মিলিটারি গ্রেড সার্টিফিকেশন প্রাপ্ত। ফটোগ্রাফির জন্য ওপ্পো এ৫ প্রো (৪জি) ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর আছে।
সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। এতে পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টেমের কথা বললে, Oppo A5 Pro (4G) ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড Honor গ্লোবাল মার্কেটে একটি নতুন হ্যান্ডসেট নিয়ে হাজির হয়েছে, যার নাম 400…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোখের পলক পড়ার আগেই ঝাঁঝরা হয়ে যাবে পাক জঙ্গি! চোরাপথে সীমান্ত পেরিয়ে…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিমানে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে বিমানবন্দরের নতুন বিধিনিষেধ (Airport New Rules) সম্পর্কে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ আপনিও কী ভ্রমণ করতে ভালোবাসেন? এই গরমে কয়েকদিনের জন্য কোথাও ঘুরে আসতে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের বাজারে মুড়ি মুড়কির মতো বিক্রি হয়েছে দেশের অন্যতম বিশ্বস্ত ফোর হুইলার…
This website uses cookies.