লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo A5 Pro 4G Launched: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Oppo A5 Pro 4G লঞ্চ হল, কম দামে ৮ জিবি র‌্যাম ও বড় ব্যাটারি | Oppo A5 Pro 4G Price

Published on:

অপ্পো আজ চুপিচুপি তাদের নতুন স্মার্টফোন Oppo A5 Pro 4G লঞ্চ করেছে। এর দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকার কাছাকাছি। এই ডিভাইসটি মজবুত বিল্ড কোয়ালিটির সাথে বাজারে এসেছে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ৬.৬৭ ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। আপাতত ইন্দোনেশিয়ায় পা রেখেছে Oppo A5 Pro 4G।

OPPO A5 Pro 4G এর দাম

ইন্দোনেশিয়ায় অপ্পো এ৫ প্রো ৪জি ডিভাইসের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩০,৯৯,০০০ আইডিআর (প্রায় ১৬,১০০ টাকা) রাখা হয়েছে। ডিভাইসটি ভারত সহ অন্যান্য দেশে কবে লঞ্চ হবে তা এখনও কোম্পানির তরফে বলা হয়নি।

READ MORE:  Oppo Find X8 Ultra Battery: 6000mAh ব্যাটারি আধ ঘন্টায় ফুল চার্জ! চমকে দেবে Oppo-র নতুন ফোনের প্রযুক্তি | Oppo Find X8 Ultra Features

Oppo A5 Pro 4G এর স্পেসিফিকেশন ও ফিচার

অপ্পো এ৫ প্রো ৪জি রাগড স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৬এস জেন ১ প্রসেসর দেওয়া হয়েছে। ডিভাইসটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে। অপ্পো এ৫ প্রো ৪জি এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি HD+ ডিসপ্লে। এই ডিসপ্লে ৭২০x১৬০৪ পিক্সেল রেজোলিউশন, ১০০০ নিটস ব্রাইটনেস এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

READ MORE:  আজ থেকে Flipkart-এ শুরু Big Saving Days সেল, স্যামসাং, মোটো ও আইফোনে রয়েছে ফাটাফাটি ছাড়

ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। Oppo A5 Pro 4G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর সহ ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ওয়্যারড চার্জিং সাপোর্ট করে।

READ MORE:  Nothing Phone 3a সিরিজের পরেই CMF Phone 2 লঞ্চ হতে পারে, জল্পনা বাড়াল BIS

ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং ডিভাইসটি IP69, IP68 এবং IP66 রেটিং সহ আসায় ধুলো এবং জল প্রতিরোধী।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.