লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo A5 Pro 5G IP69 Rating: হাত থেকে পড়লেও ভাঙবে না, আগামী সপ্তাহে Oppo A5 Pro 5G বিশাল 5800mAh ব্যাটারি সহ লঞ্চ হল | Oppo A5 Pro 5G Launch Date in India

Published on:

অপ্পো সম্প্রতি ঘোষণা করেছে, তাদের A-সিরিজের নতুন ও সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন Oppo A5 Pro 5G খুব শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে। ফোনটি আগামী ২৪ এপ্রিল, ২০২৫ তারিখে ভারতে লঞ্চ হতে চলেছে। এটি মজবুত বিল্ড কোয়ালিটি সহ আসবে। পাশাপাশি এতে থাকবে ৫৮০০ এমএএইচ ব্যাটারি। যারা কঠিন পরিবেশে কাজ করেন তাদের জন্য Oppo A5 Pro 5G আদর্শ হবে।

READ MORE:  সস্তায় নতুন 5G স্মার্টফোন বাজারে আনছে Poco, ফাঁস হল র‍্যাম, প্রসেসর, ও ডিজাইন

টেকসই বিল্ড কোয়ালিটি সহ আসছে Oppo A5 Pro 5G

অপ্পো এ৫ প্রো ৫জি এর প্রধান আকর্ষণ হবে “ড্যামেজ-প্রুফ ৩৬০° আর্মর বডি” ডিজাইন। এটি যেকোনো দিক থেকে পড়ে গেলেও সুরক্ষিত থাকবে। আর এই ফিচার ফোনকে দীর্ঘস্থায়ী ও ভরসাযোগ্য করে তুলবে। এছাড়া এতে IP69 রেটিং থাকবে, যা ধুলো এবং জল প্রতিরোধ করবে।

READ MORE:  OnePlus 12R Discount: মাত্র ১৮ হাজার টাকায় কিনুন সেরা ক্যামেরার OnePlus 12R, এখানে রয়েছে অবিশ্বাস্য অফার | OnePlus 12R Price

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮০০ এমএএইচ বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট হুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া অপ্পো এ৫ প্রো ৫জি ডিভাইসে ২০০% নেটওয়ার্ক বুস্ট প্রযুক্তি থাকবে, যা দুর্বল সিগনালযুক্ত এলাকাতেও ভালো নেটওয়ার্ক ব্যবহার করতে দেবে।

দাম

অপ্পো এ৫ প্রো ৫জি এর দাম এখনও জানা যায়নি। তবে ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে লঞ্চের দিন এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।

READ MORE:  এবছরের সবচেয়ে সেরা স্মার্টফোন Xiaomi 15 Ultra চলতি মাসেই লঞ্চ হচ্ছে, দাম কত থাকবে

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.