Oppo A5 Vitality Edition Launched: সস্তায় 5,800mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, ও 24 জিবি র‍্যাম নিয়ে বাজারে এল Oppo-র নতুন বাজেট ফোন |Oppo A5 Vitality Edition Price

জনপ্রিয় চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো আজ দুটি নতুন ফোন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে। প্রথম মডেলটি হল Oppo A5 যা সস্তায় চমৎকার ফিচার্সের সঙ্গে এসেছে। আর দ্বিতীয় মডেলটি হল Oppo A5 Vitality Edition। এটির দাম আরও কম এবং A5-এর তুলনায় ডাউনগ্রেড করা স্পেসিফিকেশন রয়েছে। তাও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ, বিশাল ব্যাটারি, মিলিটারি গ্রেড ড্যুরাবিলিটি, IP69 রেটিং সহ বেশ ভাল মানের বৈশিষ্ট্য রয়েছে এতে। চলুন Oppo A5 Vitality Edition এর দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

READ MORE:  Vivo V50: ছবি দেখলেই কেনার ইচ্ছা জাগবে! লঞ্চের আগেই ফাঁস Vivo V50-এর ডিজাইন, ফিচার্স | Vivo V50 Launch Date

Oppo A5 Vitality Edition: স্পেসিফিকেশন ও ফিচার্স

ওপ্পো এ৫ ভাইটালিটি এডিশনে একটি ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা এইচডি+ রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে। ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও সর্বোচ্চ ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। আবার ১২ জিবি ভার্চুয়াল র‍্যাম থাকছে। স্মার্টফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম নির্ভর কালারওএস ১৫ কাস্টম স্কিনে রান করে।

READ MORE:  7,000mah ব্যাটারির বিশাল ফোন আনছে Redmi, একবার চার্জ দিলে ভাবতে হবে না সারাদিন

ফটোগ্রাফির জন্য, ওপ্পো এ৫ ভাইটালিটি এডিশনের রিয়ার প্যানেলে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনের দিকে ৮ মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। ফোনটিতে অবস্থিত ৫,৮০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

Oppo A5 Vitality Edition এর দাম

ওপ্পোর এই নতুন ফোনের বেস ৮ জিবি + ২৫৬ জিবি মডেলটির দাম চীনে ১,১৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪,৩০০ টাকা। এটি তিনটি রঙে পাওয়া যাচ্ছে—অ্যাগেট পিঙ্ক, জেড গ্রিন এবং অ্যাম্বার ব্ল্যাক। ফোনটি চীনের বাইরে লঞ্চ হবে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানায়নি কোম্পানি।

READ MORE:  Oppo Pad 4 Processor: এপ্রিলে বিশ্বের প্রথম Snapdragon 8 Elite প্রসেসর চালিত ট্যাবলেট লঞ্চ করছে Oppo | Oppo Pad 4 Launch in April

Scroll to Top