Oppo F29 5G 50 Sale: কয়েক মিনিট পরেই শুরু হচ্ছে সেল, Oppo F29 5G সবচেয়ে কম দামে কেনার দারুন সুযোগ | Oppo F29 5G 50 Price
Oppo F29 5G ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা রাখা হয়েছে।
অঙ্কিতা মন্ডল, কলকাতা: ওপ্পো সম্প্রতি ভারতীয় বাজারে তাদের নতুন মিলিটারী গ্রেড স্মার্টফোন Oppo F29 5G লঞ্চ করেছে। আজ রাত ১২ টায় অর্থাৎ ২৭ মার্চ ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। এই সেলে ডিভাইসটি লোভনীয় ব্যাঙ্ক অফার এবং এক্সচেঞ্জ অফারের সাথে কেনা যাবে। আপনি ফ্লিপকার্ট থেকে Oppo F29 5G অর্ডার করতে পারবেন। এটি স্লিক এবং প্রিমিয়াম অনুভূতি দেবে। এতে IP69 রেটিং ওয়াটারপ্রুফ রেটিং পাওয়া যাবে।
ওপ্পো এফ২৯ ৫জি ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা রাখা হয়েছে। আবার এর ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ২৫,৯৯৯ টাকা।
তবে ওপ্পো এফ২৯ ৫জি কেনার সময় SBI কার্ড, HDFC ব্যাঙ্ক, Axis ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং IDFC First ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। ব্যাঙ্ক অফারের পর ফোনটি ২১,৬০০ টাকা থেকে কেনা যাবে।
এছাড়াও এর সাথে এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। ওপ্পো এফ২৯ ৫জি এর সাথে ২০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। ফোনটি ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই সহ বাড়ি নিয়ে আসা যাবে।
Oppo F29 5G ফোনে ফুল এইচডি প্লাস স্ক্রিন আছে। ডিসপ্লেটি কর্নিং গরিল্লা গ্লাস ৭আই প্রোটেকশন সহ এসেছে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ফটো, ভিডিও, পোর্ট্রেট, রাত, প্রো, প্যানোরামা, স্লো-মো, ডুয়াল-ভিউ ভিডিও, টাইম-ল্যাপস, স্টিকার ইত্যাদি ফিচার সাপোর্ট করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪৫ ওয়াট সুপারভোক চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। Oppo F29 5G স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট দ্বারা চালিত। এটি কালারওএস ১৫.০ কাস্টম স্কিন সহ এসেছে। এতে ৮ জিবি ফিজিক্যাল র্যাম ও ৮ জিবি ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে। ফোনটি IP66/IP68/IP69 ধুলো এবং জল প্রতিরোধী রেটিং, MIL-STD সার্টিফিকেশন সহ এসেছে।
বাজারে এখন একাধিক ফ্ল্যাগশিপ স্মার্টফোন পাওয়া যায়। কারণ ক্রেতাদের মধ্যে প্রিমিয়াম ফোন ব্যবহারের প্রবণতা বাড়ছে।…
টেলিকম বাজারে বড় চাল চালল মোদী সরকার। ভোডাফোন আইডিয়ার (Vodafone Idea) অংশীদারি বাড়ানোর সিদ্ধান্ত নিল…
সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক দিক থেকে সুরক্ষিত হতে সবাই চায়। ভবিষ্যতে নিরাপদ আর্থিক অবস্থা গড়ে…
শ্বেতা মিত্র, কলকাতাঃ অবশেষে স্বস্তি, পারদ কমার ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। আজ মঙ্গলবার (Weather…
দেশে লঞ্চ হয়েছে iPhone 16e। এটি অ্যাপলের সবথেকে সস্তা ও এন্ট্রি-লেভেল স্মার্টফোন, যার দাম ৫৯,৯৯৯…
Samsung, Vivo এবং Motorola হল এমন কিছু বড় নাম যারা এপ্রিল মাসে দুর্দান্ত সব স্মার্টফোন…
This website uses cookies.