Oppo F29 5G Specifications: দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে লঞ্চ হচ্ছে Oppo F29 সিরিজ, শক্তির নিরিখে অন্যান্য ফোন ফেল! | Oppo F29 5G Launch Date

Oppo F29 5G সিরিজ এই মাসেই ভারতে আসছে। সংস্থার তরফে ইতিমধ্যেই লঞ্চের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। স্ট্যান্ডার্ড Oppo F29 5G এবং Oppo F29 Pro 5G এদেশে ২০ মার্চ অর্থাৎ পরশুদিন পা রাখবে। এই সিরিজের অন্যতম বিশেষত্ব হবে টেকসই বিল্ড, অর্থাৎ বডি স্ট্রাকচার শক্তিশালী হবে। উভয় ফোনেই ৩৬০ ডিগ্রি আর্মার বডি ও মিলিটারি গ্রেড সার্টিফিকেশন রয়েছে। একইসাথে ধুলো এবং জল প্রতিরোধের জন্য IP69 পর্যন্ত রেটিং মিলবে। চলুন লঞ্চের আগে Oppo F29 5G সিরিজের নিশ্চিত করা তথ্যগুলি জেনে নেওয়া যাক।

READ MORE:  11 হাজার টাকা দাম কমে গেল iQOO-র এই দুর্দান্ত স্মার্টফোনের, অফার মিস করলে লস

Oppo F29 5G সিরিজের স্পেসিফিকেশন (কনফার্মড)

Oppo F29 5G স্মার্টফোনে Snapdragon 6 Gen 1 চিপসেট থাকবে, যেখানে Oppo F29 5G Pro মডেলে Dimensity 7300 Energy প্রসেসর ব্যবহার করা হবে। দুটি মডেলেই থাকবে IP66, IP68 এবং IP69 জল ও ধুলো প্রতিরোধী চেসিস। ড্যামেজ-প্রুফ আর্মার বডি ফোনগুলিকে অতিরিক্ত সুবিধা প্রদান করবে। F29 5G সিরিজে স্পঞ্জ বায়োনিক কুশনিং, লেন্স প্রোটেকশন রিং এবং অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয় ইন্টারনাল ফ্রেম রয়েছে।

READ MORE:  সেরা ক্যামেরা সহ Google Pixel 9a এই তারিখে লঞ্চ হচ্ছে, কত দাম রাখা হবে

ওপ্পোর নতুন সিরিজে একটি সম্পূর্ণ নতুন হান্টার অ্যান্টেনা আর্কিটেকচার থাকছে, যা সিগন্যাল পাওয়ার ৩০০ শতাংশ বৃদ্ধি করবে। এছাড়াও, একটি উল্লম্বভাবে কেন্দ্রীভূত ও অনুভূমিকভাবে প্রতিসম লো-ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা লেআউট মিলবে। এআই লিঙ্কবুস্ট নামে একটি ফিচারের কথা জানিয়েছে ওপ্পো, যা রিয়েল টাইমে নেটওয়ার্ক পারফরম্যান্স ডাইনামিকভাবে সামঞ্জস্য করবে।

Oppo F29 5G সলিড পার্পল এবং গ্লেসিয়ার ব্লু রঙে লঞ্চ হবে, যেখানে F29 Pro 5G গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড মডেলটি ৮ জিবি + ১২৮ জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে আসবে। আর প্রো ভেরিয়েন্ট ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের সিঙ্গেল কনফিগারেশনে পাওয়া যাবে। প্রো ভেরিয়েন্টে ৮০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। আর বেস মডেলটি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৬,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

READ MORE:  108MP Camera Phone: ১৫ হাজার টাকার কমে সেরা ৫ স্মার্টফোন, Redmi এর ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ফোন আছে লিস্টে | Best 5 Smartphone Under 15000

Scroll to Top