Oppo F29 Pro থেকে Motorola Edge 50 Pro, ৩০ হাজারে সেরা স্মার্টফোন, কেনার আগে জেনে নিন | Best Smartphones Under 30000 Rupees in 2025
Motorola থেকে Nothing, এই মুহূর্তে বাজারে ৩০ হাজারের কমে সেরা স্মার্টফোন কী কী রয়েছে জেনে নিন।
সুমন পাত্র, কলকাতা: একটা সময় ক্রেতাদের একটা বড় অংশ ১০-১৫ হাজারের মধ্যে স্মার্টফোনের সন্ধান করতেন। সেই বাজেট বেড়ে ২০ হাজার হয়ে, ৩০ হাজারের ঘরে প্রবেশ করেছে। আর এই দামে বিকল্প রয়েছে প্রচুর। ক্যামেরা থেকে ডিসপ্লে ও ডিজাইন সব জায়গাতেই চমক হাজির। তাই কোনটা সেরা হবে, কার ফিচার ভাল সেই কাজ সহজ করার জন্য রইল, ৩০ হাজারে সেরা স্মার্টফোনগুলির হদিশ।
Nothing এই ফোনে একটি বিশেষ বাটন যোগ করেছে যাকে বলা হয় ‘Essential Key’; এটি ব্র্যান্ডের Essential Space অফার করে, যা নোট, স্ক্রিনশট এবং অনুরূপ জিনিসপত্র সাজানোর জন্য একটি AI ফিচার। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০ নিটস। এর ট্রিপল রিয়ার ক্যামেরার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 3x অপটিক্যাল জুম। দাম ২৯,৯৯৯ টাকা।
আকর্ষণীয় হলুদ রঙে পাওয়া যাচ্ছে এই ফোন, যার ডুয়াল-টেক্সচার ডিজাইন এই সেগমেন্টে বিরল। X7 Pro-তে ডাইমেনসিটি ৮৪০০-আল্ট্রা প্রসেসর রয়েছে এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এটি পাওয়া যায় – ৮ জিবি/২৫৬ জিবি এবং ১২ জিবি/২৫৬ জিবি। স্মার্টফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর ১.৫কে ওএলইডি ডিসপ্লে, ৬৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জার। ফোনের দাম ২৫,৯৯৯ টাকা।
OPPO-এর নতুন F সিরিজের ডিভাইসটির ওজন মাত্র ১৮০ গ্রাম। দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য রয়েছে ৩৬০ ডিগ্রি আর্মার বডি। ফিচার হিসেবে এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট চার্জার, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা উপস্থিত। ফোনের দাম ২৭,৯৯৯ টাকা।
iQOO তাদের লেটেস্ট ৩০ হাজারের কম দামের ডিভাইসটিকে সবচেয়ে পাতলা ফোন হিসেবে বিজ্ঞাপন করেছে। এতে রয়েছে ৬৪০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, প্রসেসর স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা গেমারদের জন্য স্থিতিশীল, ল্যাগ-মুক্ত ৯০FPS গেমিং অভিজ্ঞতার প্রদান করে। দাম ২৬,৯৯৯ টাকা।
এই ডিভাইসটি বাজারে লঞ্চ হয়েছে অনেক দিন হল। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি, ১.৫কে কার্ভড পোলড ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা আছে। এতে মিলবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং বিকল্প এবং চমৎকার ক্যামেরা। এই স্মার্টফোনের দাম ২৭,৯৯৯ টাকা।
শ্বেতা মিত্র,কলকাতা: সুখের দিন শেষ, এবার গরমে নাজেহাল হওয়ার দিন শুরু। অবশ্য ইতিমধ্যেই কলকাতা শহর…
২৪ ঘণ্টার মধ্যে ৫ ঘণ্টা চলে যায় শুধু মোবাইল ঘাঁটাতেই। এই অভ্যাসের ফলে উৎপাদনশীলতা কতটুকু?…
গরিলা গ্লাস সেরামিক ১ মিটার উপর থেকে ১০ বার নীচে পড়ে টিকে গিয়েছে৷ মটোরোলা প্রথম…
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে লঞ্চ লঞ্চ হতে চলেছে। এই অত্যাধুনিক ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে…
লাভা অ্যানিভার্সারি সেলটি কোম্পানির অফিসিয়াল ই-স্টোর এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন, ফ্লিপকার্টে ৩০ মার্চ অনুষ্ঠিত…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ২৯শে মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.