লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo F29 Pro থেকে Motorola Edge 50 Pro, ৩০ হাজারে সেরা স্মার্টফোন, কেনার আগে জেনে নিন | Best Smartphones Under 30000 Rupees in 2025

Published on:

Motorola থেকে Nothing, এই মুহূর্তে বাজারে ৩০ হাজারের কমে সেরা স্মার্টফোন কী কী রয়েছে জেনে নিন।

সুমন পাত্র, কলকাতা: একটা সময় ক্রেতাদের একটা বড় অংশ ১০-১৫ হাজারের মধ্যে স্মার্টফোনের সন্ধান করতেন। সেই বাজেট বেড়ে ২০ হাজার হয়ে, ৩০ হাজারের ঘরে প্রবেশ করেছে। আর এই দামে বিকল্প রয়েছে প্রচুর। ক্যামেরা থেকে ডিসপ্লে ও ডিজাইন সব জায়গাতেই চমক হাজির। তাই কোনটা সেরা হবে, কার ফিচার ভাল সেই কাজ সহজ করার জন্য রইল, ৩০ হাজারে সেরা স্মার্টফোনগুলির হদিশ।

Nothing Phone 3a Pro

Nothing এই ফোনে একটি বিশেষ বাটন যোগ করেছে যাকে বলা হয় ‘Essential Key’; এটি ব্র্যান্ডের Essential Space অফার করে, যা নোট, স্ক্রিনশট এবং অনুরূপ জিনিসপত্র সাজানোর জন্য একটি AI ফিচার। এতে রয়েছে ৬.৭৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০ নিটস। এর ট্রিপল রিয়ার ক্যামেরার মধ্যে আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 3x অপটিক্যাল জুম। দাম ২৯,৯৯৯ টাকা।

READ MORE:  Best Smartphones for Free Fire BGMI Call of Duty: Free Fire বা BGMI খেলার জন্য সেরা পাঁচ স্মার্টফোন, Vivo T3 Ultra সহ OnePlus Nord 4 আছে লিস্টে | Best Smartphone Under 30000 Rupees

Poco X7 Pro

আকর্ষণীয় হলুদ রঙে পাওয়া যাচ্ছে এই ফোন, যার ডুয়াল-টেক্সচার ডিজাইন এই সেগমেন্টে বিরল। X7 Pro-তে ডাইমেনসিটি ৮৪০০-আল্ট্রা প্রসেসর রয়েছে এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এটি পাওয়া যায় – ৮ জিবি/২৫৬ জিবি এবং ১২ জিবি/২৫৬ জিবি। স্মার্টফোনটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল এর ১.৫কে ওএলইডি ডিসপ্লে, ৬৫৫০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াট চার্জার। ফোনের দাম ২৫,৯৯৯ টাকা।

READ MORE:  Holi Sale: হোলিতে জবরদস্ত অফার, হাই-টেক স্মার্টফোন Realme GT Pro 7 মিলছে ব্যাপক কম দামে | Realme GT Pro 7 Discount

Oppo F29 Pro

OPPO-এর নতুন F সিরিজের ডিভাইসটির ওজন মাত্র ১৮০ গ্রাম। দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য রয়েছে ৩৬০ ডিগ্রি আর্মার বডি। ফিচার হিসেবে এতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট চার্জার, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং ২ মেগাপিক্সেল মনোক্রোম ক্যামেরা উপস্থিত। ফোনের দাম ২৭,৯৯৯ টাকা।

iQOO Neo 10R

iQOO তাদের লেটেস্ট ৩০ হাজারের কম দামের ডিভাইসটিকে সবচেয়ে পাতলা ফোন হিসেবে বিজ্ঞাপন করেছে। এতে রয়েছে ৬৪০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি, প্রসেসর স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট। সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৭৮ ইঞ্চি ১.৫কে AMOLED ডিসপ্লে দেখা যাবে, যা গেমারদের জন্য স্থিতিশীল, ল্যাগ-মুক্ত ৯০FPS গেমিং অভিজ্ঞতার প্রদান করে। দাম ২৬,৯৯৯ টাকা।

READ MORE:  iQOO Z10 Feature: আধ ঘন্টায় 7,300mAh ব্যাটারি ফুল চার্জ! অবাক করা ফিচার iQOO Z10 স্মার্টফোনে | iQOO Z10 Antutu Score

Moto Edge 50 Pro

এই ডিভাইসটি বাজারে লঞ্চ হয়েছে অনেক দিন হল। এতে রয়েছে ৬.৭ ইঞ্চি, ১.৫কে কার্ভড পোলড ডিসপ্লে, যার ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ২০০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা আছে। এতে মিলবে ৪৫০০ এমএএইচ ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং বিকল্প এবং চমৎকার ক্যামেরা। এই স্মার্টফোনের দাম ২৭,৯৯৯ টাকা।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.