Oppo F29 Pro 5G নাকি Nothing Phone 3a Pro: নতুন দুই ফিচারে ঠাসা ফোনের মধ্যে সেরা কোনটা
সেলফির জন্য, ওপ্পোর ফোনে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং নাথিংয়ের ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
এখন স্মার্টফোনে বেশিরভাগ ক্রেতার চাই অলরাউন্ড পারফরম্যান্স। ঠাসা ফিচার তো থাকবেই, পাশাপাশি ফাস্ট চার্জিং, ভাল ব্যাটারি ক্যাপাসিটি এবং উন্নত ক্যামেরা স্পেকসও থাকতে হবে। এই ক্ষেত্রে দুটি ভাল বিকল্প Oppo F29 Pro এবং Nothing Phone 3a Pro। দুটি মডেলই নতুন। খুব সম্প্রতি লঞ্চ হয়েছে। মিড রেঞ্জ বিভাগে অর্থাৎ প্রিমিয়াম এবং বাজেটের মাঝামাঝি দামে যারা ফোন কিনবেন ভাবছেন, তারা এই তুলনা জেনে নিন।
ডিসপ্লের ক্ষেত্রে ওপ্পো এফ২৯ প্রো মডেলে রয়েছে একটি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং ব্রাইটনেস ১২০০ নিটস পর্যন্ত। অন্যদিকে, নার্থিং ফোন ৩এ প্রো ফোনে পাওয়া যাবে ৬.৭৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস পর্যন্ত সর্বোচ্চ উজ্জ্বলতা দেয়।
ওপ্পো এফ২৯ প্রো ডিভাইসে পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি প্রসেসর, এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ। অন্যদিকে, নার্থিং ফোন ৩এ প্রো হ্যান্ডসেটে দেওয়া হয়েছে রয়েছে এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজ-সহ স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ প্রসেসর।
ওপ্পো এফ২৯ প্রো ফোনে ডুয়াল-ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। অন্যদিকে, নার্থিং ফোন ৩এ প্রো মডেলে ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত, যার মধ্যে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩x অপটিক্যাল জুম-সহ একটি ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে৷ সেলফির জন্য, ওপ্পোর ফোনে মিলবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা এবং নাথিংয়ের ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
ওপ্পো এফ২৯ প্রো এর ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজের দাম ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে, নার্থিং ফোন ৩এ প্রো-এর একই রকম ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা।
সৌভিক মুখার্জী, কলকাতা: এখনকার দিনে স্মার্টফোন (Smartphone) আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। কল করার পাশাপাশি…
ক্যামেরার জন্য বরাবরই প্রশংসিত Oppo। তবে এবার সবকিছুকে ছাড়িয়ে যেতে চাইছে ব্র্যান্ডটি। সংস্থার আসন্ন Oppo…
প্রীতি পোদ্দার, কলকাতা: চলতি বছরের শুরুর দিকে জানুয়ারি মাসে পুরনো বালিঘাট ও বালিহল্টের মাঝের ব্রিজের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আমরা এতদিন সোনা (Gold), হীরা বা প্লাটিনামকে সব থেকে দামি জিনিস বলেই…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৫ই এপ্রিল, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
মোটোরোলা শীঘ্রই মোটো এজ সিরিজের নতুন ফোন Motorola Edge 60 বাজারে আনতে চলেছে। লঞ্চের তারিখ…
This website uses cookies.