লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo F29 Pro 5G: সেরা ক্যামেরা সহ আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি, Oppo F29 Pro 5G ফোনের প্রথম সেলে লোভনীয় অফার | Oppo F29 Pro 5G Sale Today India

Published on:

ফটোগ্রাফির শখ পূরণ করার জন্য অসাধারণ ক্যামেরার ফোন খোঁজ করলে Oppo F29 Pro 5G বেছে নিতে পারেন। আজ থেকে এর সেল শুরু হচ্ছে। সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে এই সেল এবং এটি কোম্পানির সাইটের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকেও কেনা যাবে। এই ডিভাইসের বিশেষত্ব হল আপনি জলের নিচেও ফটোগ্রাফি করতে পারবেন। এর পাশাপাশি, হ্যান্ডসেটটি মিলিটারি গ্রেড বিল্ড সহ এসেছে, যার ফলে পড়লে ভাঙবে না। আর জল এবং ধুলো প্রতিরোধ করার জন্য ট্রিপল IP রেটিং IP66, IP68 এবং IP69 উপস্থিত।

Oppo F29 Pro 5G এর দাম

ভারতে ওপ্পো এফ২৯ প্রো ৫জি এর দাম ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে ৩১,৯৯৯ টাকা।

READ MORE:  ৬৯৯৯ টাকা থেকে শুরু ১২ জিবি র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার এই তিন Motorola ফোন | Best Motorola Smartphone Under Price Rs 6999

ওপ্পো এফ২৯ প্রো ৫জি এর বিক্রি আজ সন্ধ্যা ৬ টা থেকে শুরু হবে। ক্রেতারা এটি কোম্পানির অফিসিয়াল সাইট ছাড়াও, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে কিনতে পারবেন। ফোনটি গ্রানাইট ব্ল্যাক এবং মার্বেল হোয়াইট কালারে এসেছে। সেল অফার হিসেবে ডিভাইসটি ২৫,২০০ টাকা থেকে কেনা যাবে বলে জানানো হয়েছে।

এসবিআই কার্ড বা এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারী ১০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এছাড়া অতিরিক্ত ১০ শতাংশ এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও আছে। ক্রেতারা আট মাস পর্যন্ত জিরো ডাউন পেমেন্ট স্কিম বা ছয় মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধা পাবেন।

READ MORE:  Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

Oppo F29 Pro 5G এর স্পেসিফিকেশন

ওপ্পো এফ২৯ প্রো ৫জি ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x৪১২ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে আছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ, ব্রাইটনেস লেভেল ১২০০ নিটস এবং এটি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন সহ এসেছে। প্রো ভ্যারিয়েন্ট মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫.০ কাস্টম স্কিনে চলে।

READ MORE:  Realme GT 7 Memory: ফোনের স্টোরেজ ফুরিয়ে যাওয়ার চিন্তা থেকে মুক্ত করবে রিয়েলমি, দেশে আনছে নতুন চমক | Realme GT 7 Specification

ফটোগ্রাফির জন্য, ওপ্পো এফ২৯ প্রো ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। প্রো ভ্যারিয়েন্টের প্রাইমারি ক্যামেরা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সাপোর্ট করে।

ডিভাইসটি মিলিটারি-গ্রেড এমআইএল-এসটিডি-৮১০এইচ-২০২২ ড্রপ-রেজিস্ট্যান্ট সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.