Oppo F29 Pro 5G Features: বাজার কাঁপাতে আসছে Oppo F29 Pro 5G, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ফাঁস হয়ে গেল | Dimensity 7300 Chipset

ওপ্পো ভারত এবং গ্লোবাল মার্কেটে একটি চমৎকার ফোন লঞ্চের তোড়জোড় শুরু করেছে। নতুন এই মডেলটির নাম Oppo F29 Pro 5G। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে উপস্থিত হয়ে এ দেশে ফোনটি তার লঞ্চ নিশ্চিত করছে। ব্লুটুথ SIG লিস্টিং থেকে ফোনটির অফিসিয়াল নাম প্রকাশ্যে এসেছে। আর এখন Oppo F29 Pro 5G এর বিশেষ ফিচারগুলি ফাঁস হয়েছে। এতে MediaTek Dimensity 7300 প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা যাচ্ছে।

READ MORE:  শুরু হচ্ছে ধামাকা সেল, ১২ হাজার টাকা পর্যন্ত দাম কমলো OnePlus 13, OnePlus 12R ফোনের

Oppo F29 Pro 5G কেমন ফিচার্স অফার করবে

টিপস্টার সুধাংশু আম্ভোরের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে, ওপ্পো এফ২৯ প্রো ৫জি ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ কোয়াড কার্ভড অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে আসবে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রসেসরে চলবে। ফাস্ট পারফরম্যান্সের জন্য এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ মিলবে।

READ MORE:  Xiaomi 15 Ultra-কে টক্কর দিতে আসছে Samsung Galaxy S25 Edge, কি কি ফিচার সহ কবে লঞ্চ হবে | Samsung Galaxy S25 Edge Launching in April 2025

সুরক্ষার জন্য, ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে। ফটোগ্রাফির কথা বললে, স্মার্টফোনের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর থাকতে পারে। আর সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনে একটি ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা।

ওপ্পো এফ২৯ প্রো ৫জি সম্ভবত অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। হ্যান্ডসেটে ৮০ ওয়াট ওয়ার্ড (তারযুক্ত) দ্রুত চার্জিং সহ ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। এটি ১২ জিবি পর্যন্ত র‍্যাম ও ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ ভেরিয়েন্টে আসতে পারে। জল, ধুলো থেকে রক্ষার জন্য আইপি৬৬, আইপি৬৮, ও আইপি৬৯ রেটিং থাকবে।

READ MORE:  Google Pixel 4a Recalled: গরম হয়ে আচমকা আগুন লাগতে পারে! এই ফোন কাছে থাকলে এখনই সাবধান হয়ে যান

Scroll to Top