লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

Oppo Find N5 Specification: বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন লঞ্চ করছে Oppo, কতটা স্লিম শুনলে চমকে যাবেন | Oppo Find N5 Launch Date February 20

Published on:

Oppo নতুন বছরের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন নিয়ে হাজির হতে চলেছে। Find N5 নামের সেই ফোল্ডিং ফোনটি ২০ ফেব্রুয়ারি লঞ্চ হবে বলে জানা গিয়েছে। আবার এটি Snapdragon 8 Elite প্রসেসর চালিত প্রথম ফোল্ডেবল ডিভাইস হবে বলে নিশ্চিত করা হয়েছে। আর এখন কোম্পানি ফোনটির প্রাইমারি ডিসপ্লের স্পেসিফিকেশন প্রকাশ করেছে। শুনলে অবাক হবেন, ওপ্পো একটি ফোল্ডেবল ফোন তৈরি করতে সক্ষম হয়েছে যা USB-C পোর্টের তুলনায় সামান্য পুরু।

READ MORE:  Apple মানেই সেরা! প্রথম ফোল্ডেবল আইফোনে থাকবে এই চমক

ওপ্পো তাদের অফিসিয়াল ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) অ্যাকাউন্টে টিজার ইমেজ পোস্টার প্রকাশ করেছে। প্রথম পোস্টারে Oppo Find N5 এর ভেতরের স্ক্রিনের আকার নিশ্চিত করা হয়েছে। স্ক্রিনটি খুললে ৮.১২ ইঞ্চি লম্বা ডিসপ্লে পাওয়া যাবে। আরেকটি টিজারে TUV Rheinland ক্রিজ ফ্রি সার্টিফিকেশন কনফার্ম করেছে কোম্পানি। এটি সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন হবে বলেও আশা করা হচ্ছে।

READ MORE:  Vivo Y300 Pro Plus Feature: শুনলে বিশ্বাস হবে না! 7,320mAh ব্যাটারির অবিশ্বাস্য শক্তিশালী ফোন লঞ্চ করছে Vivo

শুনলে অবাক হবেন Find N5 এতটাই স্লিম বানাতে সক্ষম হয়েছে ওপ্পো যে এটি ইউএসবি-সি পোর্টের তুলনায় সামান্য পুরু। খোলার সময় থিকনেস থাকবে মাত্র ৪.২ মিমি। তবে গঠন পাতলা হলেও মজবুতির সাথে আপস হয়নি। এতে থ্রিডি পদ্ধতিতে প্রিন্টেড টাইটানিয়াম হিঞ্জ মেকানিজম রয়েছে। আবার জল প্রতিরোধের জন্য একাধিক IP রেটিং বর্তমান। এর মধ্যে IPX6, IPX8 এবং IPX9 অন্তর্ভুক্ত, যা একটি ফোল্ডেবল ফোনের জন্য প্রথম।

READ MORE:  OnePlus 13T Launch: মুহূর্তে ফুল চার্জ হবে OnePlus 13T, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ থাকবে ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা | OnePlus 13T Spotted 3C Certification

অন্যান্য স্পেসিফিকেশনের কথা বললে, ওপ্পোর এই ফোল্ডেবল বিশাল ৫৬০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, এদং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে অফার করতে চলেছে। ফোনটিতে Snapdragon 8 Elite চিপসেটের সাতটি কোরযুক্ত ভেরিয়েন্ট থাকতে পারে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.